,

মিলাদ গাজীকে হত্যার হুমকি : উত্তপ্ত নবীগঞ্জ শহর : সফিককে গ্রেফতারে আ’লীগের আল্টিমেটাম

মুরাদ আহমদ ॥ কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও প্রয়াত মন্ত্রী জননেতা দেওয়ান ফরিদ গাজীর পুত্র দেওয়ান শাহ্ নেওয়াজ মিলাদ গাজী’র সাথে অশালীন আঁচরণ ও প্রাণনাশের হুমকির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে নবীগঞ্জ শহর। হুমকিদাতা সফিককে গ্রেফতারের দাবীতে আওয়ামীলীগের শত শত নেতাকর্মী নবীগঞ্জ শহরের ওসমানী রোডের তালুকদার মার্কেটেস্থ তার বাসভবন ঘেরাও করে রাখে। এসময় বিক্ষোব্দ নেতাকর্মীর সফিক মিয়ার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে ও শহরে বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী এবং নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে সন্ত্রাসী সফিককে গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এদিকে এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিক নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জরুরী সভায় মিলিত হয়। সভায় আজ রবিবার ভোর ৬টার মধ্যে সন্ত্রাসী সফিক কে গ্রেফতারের আল্টিমেটাম দেয়া হয়। অপরদিকে সফিক মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য আজ রবিবার বিকাল ৩টায় নবীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে জে.কে হাইস্কুল প্রাঙ্গনে এক জরুরী কর্মী সভার আহবান করা হয়েছে। সুত্রে জানা যায়, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ও প্রয়াত মন্ত্রী জননেতা দেওয়ান ফরিদ গাজীর পুত্র জেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহ্ নেওয়াজ মিলাদ গাজী গতকাল শনিবার বিকালে শহরের নতুন বাজার এলাকায় সফিক মিয়াকে দেখে সালাম ও কুশল বিনিময় করেন। এসময় সফিক তাঁর সাথে অশালীন আঁচরণ করে এবং প্রয়াত মন্ত্রী জননেতা দেওয়ান ফরিদ গাজীকে নিয়ে কটুক্তি করতে থাকে। দেওয়ান মিলাদ গাজী এ ঘটনায় হতভম্ব হয়ে পড়েন। তিনি সফিকের নিকট অশালীন ভাষার কারণ জানতে চাইলে সে তাঁকে প্রাণে হত্যার হুমকি দেয়। এসময় উপস্থিত নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে উঠলে সু-চতুর সফিক ঘটনাস্থল থেকে সটকে পরে। মুহুর্তের মধ্যেই ঘটনাটি জানাজানি হলে মিলাদ গাজীর কর্মী সমর্থক ও আওয়ামীলীগের শত শত নেতাকর্মী ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। উত্তপ্ত হয়ে উঠে পুরো নবীগঞ্জ শহর। নেতাকর্মীরা শহরের ওসমানী রোডস্থ সফিক মিয়ার তালুকদার মার্কেট ঘেরাও করে রাখেন এবং তাকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ সফিক মিয়ার বাসায় তল্লাশী চালিয়ে তাকে না পাওয়ায় রাতের মধ্যেই সফিককে গ্রেফতারের আশ্বাস দেন। এদিকে এ ঘটনার প্রতিবাদে এবং সফিককে গ্রেফতারের দাবীতে রাতে উপজেলার বালিদ্বারা বাজারে প্রতিবাদ সভা করেছে আওয়ামীলীগ ও সর্বস্তরের জনতা।


     এই বিভাগের আরো খবর