,

মাধবপুরে আতিকুর রহমানের মৃত্যুর ঘটনায় আসামীর জামিন নামঞ্জুর

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে লাইব্রেরী ব্যবসায়ীর মৃত্যুর ঘটনার মামলার জুনায়েদ আহমদ (৩৫) নামের এক আসামীর জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীরের আদালতে জুনায়েদ হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। বাদি পক্ষে মামলা পরিচালনা করে এডভোকেট সিরাজুল ইসলাম। তিনি শুনানীতে উল্লেখ করেন জুনায়েদসহ অন্যান্য আসামীরা তাকে বিভিন্নভাবে পাওনা টাকা ফেরত দেয়ার জন্য চাপ প্রয়োগ করতো। তাদের চাপের ফলে মানসিকভাবে ভেঙ্গে পড়েন আতিকুর রহমান। এক পর্যায়ে সকলের অগোচরে তিনি নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর পর পুলিশ তার শার্টের পকেট থেকে একটি চিঠি উদ্ধার করে। ওই চিঠি আতিক তার মৃত্যুর জন্য উল্লেখিত আসামীদের দায়ি করেন। এ দিকে এ ঘটনায় তার ভাতিজা আইনজীবি সহকারি জামাল মিয়া বাদি হয়ে আদালতে মামলা দায়ের করলে বিচারক মামলাটি আমলে নিয়ে রুজু করার জন্য মাধবপুর থানার ওসিকে নির্দেশ দেন। ওসি মামলা রুজু করে আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করেন। পুলিশের ভয়ে গতকাল জুনায়েদ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য, গত ২৬ মার্চ লাইব্রেরীর ব্যবসায়ী আতিকুর রহমান চৌধুরীকে একই এলাকার বুলু মিয়া, ওয়াহাব মিয়া, ওছাব মিয়া, আলমগীর, ফরিদ মিয়া, বসু মিয়া ও উমদা মিয়াসহ বিভিন্ন ব্যক্তি সুদের ঋণ পরিশোধের টাকার জন্য চাপ দেয়। কিন্তু ঋনের দায় বেড়ে যাওয়ায় তিনি তা শোধ করতে পারছিলেন না। তাই ক্ষোভে দুঃখে তিনি সকলের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেন। জুনেদ মিয়া মেরাসানি গ্রামের মৃত ফরিদ মিয়ার পুত্র।


     এই বিভাগের আরো খবর