,

নবীগঞ্জ সামাজিক উন্নয়ন সংস্থা’র পহেলা বৈশাখ উপলক্ষে র‌্যালি ও মিষ্টি বিতরণ

সংবাদদাতা ॥ পহেলা বৈশাখ উপলক্ষে “নবীগঞ্জ সামাজিক উন্নয়ন সংস্থার” উদ্যোগে নবীগঞ্জ শহরে পহেলা বৈশাখ উপলক্ষে এক বিশাল বর্নাঢ্য র‌্যালী বের করে। জানা যায়, গত পহেলা বৈশাখ ১৪২৪ বাংলা উপলক্ষে নবীগঞ্জ শহরে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে “নবীগঞ্জ সামাজিক উন্নয়ন সংস্থা’র” কর্মসূচি সমাপ্ত করা হয়। উল্লেখ্য, উক্ত র‌্যালিটি সংস্থার প্রধান কার্যালয় নবীগঞ্জ বাংলা টাউন হইতে শুরু করে নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়কসহ নবীগঞ্জ মধ্যবাজার হয়ে ওসমানী রোড ও কলেজ রোড প্রদক্ষিন করে নতুন বাজার রাজা কমপ্লেক্সে এর সামনে এসে মিলিত হয়। র‌্যালীতে অংশগ্রহন করেন, নবীগঞ্জ বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোঃ আব্দুল মুকিদ চৌধুরী। এছাড়াও উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও“নবীগঞ্জ সামাজিক উন্নয়ন সংস্থা’র”নেতৃবৃন্দ যথাক্রমে, মানজার শিকদার, মতিউর রহমান, লিটন চন্দ্র দাশ, এস.ডি মিন্টু, মিল্টন চৌধুরী সালমান, নিউটন সূত্রধর, আজিজ হাসান, ঝলক দাশ সবুজ, সেলিম আহমেদ, খালেদ আহমেদ জজ, মৌলদ আহমেদ, জামাল খাঁন, সাজিদুর রহমান, পারভেজ হাসান সোহাগ, জলিল আহমেদ, তোফাজ্জল ইসলাম, মুবিন আহমেদ, নাজমূল মিয়া, রংধনু রাজ মিল্টন, বাবলু সুত্রধর, রঞ্জিত দাশ, মহসিন মিয়া, যতিভূষন দাশ, নিলকন্ঠ দাশ, কৌশিক দাশ, আজিজুল মিয়া, রিপন দেব, কিরন দেব, সাইফুর রহমান, আমির হোসেন, শাহ্ জামাল, আলাউর হোসেন, নাইমুদ্দিন, মোহন মিয়া, আলী হোসেন, শাহ্ ছইদুল, সবুজ আহমেদ, নোমান মিয়া, তাহের মিয়া, ভৈরব দাশ, রাহুল চৌধুরী, জাবলু খাঁন প্রমূখ। এছাড়া উক্ত র‌্যালিতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে সংগঠনের পক্ষ থেকে পহেলা বৈশাখের মিষ্টি বিতরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর