,

আজমিরীগঞ্জে ভিজিডির চালসহ ১ ব্যক্তি আটক

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ভিজিডি কর্মসূচির আওতায় মহিলাদের জন্য খাদ্যশষ্য চোরাই পথে পাচারকালে ৩৩ বস্তা খাদ্য শষ্যসহ পাচারকারী মোশাহিদ (৪৫) কে আটক করেছে পুলিশ। খাদ্য শষ্য জব্দ করে থানায় নিয়ে আসে। জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় থেকে ভিজিডির আওতায় প্রায় ৪ শতাধিক মহিলাদের জন্য বিনামূল্যে বিতরণ করে। গত শনিবার ১৫ এপ্রিল ৩৩ বস্তা খাদ্য শষ্য সরকারী সিল যুক্ত চটের বস্তা থেকে প্লাষ্টিকের বস্তায় ভরে চটের বস্তা সঙ্গে নিয়ে নৌকা যোগে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এএস আই আবুল মালেক, মোহাম্মদ আলী অভিযান চালিয়ে পৌর এলাকার প্রাণী সম্পদ হাসপাতাল সংলগ্ন নৌকা ঘাট থেকে উল্লেখিত খাদ্যশষ্য জব্দ করে পাচারকারী শিবপাসা ইউনিয়নের জুলফিকার মিয়ার পুত্র মোশাহিদ মিয়া (৪৫) কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত মোশাহিদ জানান, উক্ত খাদ্য শষ্য সরকারী ভিজিডির তিনি জানেন, তবে তিনি জলসুখা ইউনিয়নের সাবেক সদস্য লিবাস মিয়ার নিকট থেকে ক্রয় করেছেন বলে জানান। আজমিরীগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃ দাঃ) বলেন, রবিবার জলসুখা ইউনিয়নে সরেজমিনে গিয়ে তদন্ত করবেন। জানা যায়, লিবাস মিয়ার জলসুখা ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজ মিয়া ওরফে খেলুর আপন চাচাত ভাই। চেয়ারম্যানই লিবাস মিয়ার মাধ্যমে এ চাল বিক্রি করেছে। তবে এ ব্যাপারে চেয়ারম্যানর সাথে কথা বলতে চাইলেও তারে বার বার ফোন করেও পাওয়া যায়নি। এ বিষয়য়ে ইউনিয়ন পরিষদের সচিব স্বপ্না রাণী রায় জানান, এ কাজ চেয়ারম্যান করেননি। কারণ স্টোর রুমের চাবি তার কাছে। আজ দরজা খোলা হয়নি।


     এই বিভাগের আরো খবর