,

জন্মস্থানে গ্রামবাসীর ভালবাসায় সিক্ত হলেন এমপি কেয়া চৌধুরী

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের খাগাউড়া গ্রাম। হাওর অঞ্চলখ্যাত এ গ্রামে জন্ম নেয়া এমপি কেয়া চৌধুরী নবীগঞ্জ-বাহুবলসহ দায়িত্বপ্রাপ্ত এলাকার স্থানে স্থানে তৃণমূলের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছেন। যার ফলে তৃণমূলেরা নানাভাবে উপকৃত হচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে বরাদ্দ এনে তৃণমূলে উন্নয়ন অব্যাহত রেখেছেন। তাই উন্নয়ন পাওয়া লোকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি কেয়া চৌধুরী’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এরই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা কর্তৃক এমপি নির্বাচিত হবার প্রায় তিন বছর পর আনুষ্ঠানিকভাবে খাগাউড়া গ্রামবাসীর উদ্যোগে কেয়া চৌধুরীকে সংবর্ধনা দেয়া হলো। এ সংবর্ধনায় নিজ গ্রামবাসীর অকৃত্রিম ভালবাসায় তিনি সিক্ত হয়েছেন। শুক্রবার বিকেলে গ্রামের খেলার মাঠে বিশাল জমায়েত করে এমপি কেয়া চৌধুরীকে এ সংবর্ধনা প্রদান করা হয়। ডাঃ হরিপদ রায়ের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে খরচ দিয়ে লেখাপড়ার সুযোগ করে দেন। পর্যায়ক্রমে নেত্রী আমাকে এমপি নির্বাচিত করে তৃণমূলের উন্নয়ন করার মহৎ এ সুযোগটি তৈরী করে দিয়েছেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার পিতা কমান্ডেন্ট মানিক চৌধুরীকে কৃষি পদক দিয়ে সম্মানী করেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার মরহুম পিতাকে স্বাধীনতা পদক প্রদান করে সম্মানীত করেছেন। এটি আপনাদের গর্বের বিষয়। তিনি বলেন, এমপি নির্বাচিত হবার প্রায় তিন বছর পর হলেও আপনারা আমাকে এনে যে সম্মান আর ভালবাসা দিয়েছেন আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। আপনাদের এ ঋণ শোধ হবার নয়। আমি আপনাদের এ গ্রামের সন্তান। আমি বাকী সময়ে এ গ্রামের স্থনে স্থানে উন্নয়ন পৌঁছে দিতে চাই। তাই আমি আপনাদের দোয়া ও আর্শিবাদ কামনা করছি। এদিকে সভায় বক্তব্যে এমপি কেয়া চৌধুরীর মা বেগম রোকেয়া চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ গ্রামে আমার স্বামী ও বাবার বাড়ি। এখানের মাটিতে আমার জন্ম। আমার মেয়েকে আজ নিয়ে এসেছি আপনাদের কাছে। আমি আমার মেয়েকে আপনাদের মাঝে দিয়ে গেলাম। আপনারা তার পাশে থাকবেন, এ প্রত্যাশা করছি। এ সংবর্ধনা সভায় বক্তারা বলেন, কেয়া চৌধুরী আমাদের গ্রামের কৃতি সন্তান। তাকে জননেত্রী শেখ হাসিনা এমপি নির্বাচিত করেছেন। তাই আমরা নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করছি আগামী সংসদ নির্বাচনে নেত্রী আমাদের এ কৃতি সন্তানকে মনোনয়ন দিবেন। আমরা তাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করব। রেজাউল চৌধুরী ও এসএম কামালের পরিচালনায় সভায় বক্তৃতা করেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, জেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, আলিফ সোবহান চৌধুরী কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ নেতা ডাঃ নিজামুল হক চৌধুরী রুমেল, ডাঃ আব্দুর রহিম মেম্বার, শাহ শওকত, কালা মিয়া মেম্বার, হারুন মিয়া লন্ডনী, আওয়ামীলীগ নেতা সালা উদ্দিন সানাই, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মনির খান, যুবলীগ নেতা পারুল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধিত ব্যক্তি এমপি কেয়া চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নিয়ে শাড়ী ও ক্রেষ্ট উপহার দেয়া হয়। আওয়ামী পরিবারের নেতাকর্মী ও খাগাউড়াসহ তার আশপাশের শত শত তৃণমূলের লোকজন এ অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


     এই বিভাগের আরো খবর