,

বাহুবলে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার রাজাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগ নিয়ে বর্তমান সভাপতি নজরুল ইসলাম ও সভাপতি প্রার্থী শাহজাহান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি শাহজাহান মিয়া বর্তমান সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে স্কুলের গাছ অবৈধভাবে বিক্রি করার দায়ে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযোগের তদন্ত করতে গেলে উভয় পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ৪জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের কয়েকজনকে বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এ ব্যাপারে বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়ে নজরুল ও শাহজাহানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একটি মামলার তদন্তে পুলিশ গেলে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা বনবিট কর্মকর্তা আব্দুল ওয়াদুদ মোবাইল ফোনে জানান, সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলামের দায়েরকৃত একটি সরকারি গাছ কাটার অভিযোগ তদন্ত করতে ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত চলাকালে এ ঘটনার সূত্রপাত হয়।


     এই বিভাগের আরো খবর