,

কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড নবীগঞ্জ : শাখাবরাক নদীতে ময়লা আবর্জনা পঁেচ দুর্ঘন্ধের সৃষ্টি

মুরাদ আহমদ ॥ কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড নবীগঞ্জ। গতকাল বুধবার বিকেল ৩ টা। অফিসে বসে ফেইসবুক ঘাটছি। হঠাৎ শুরু হল ঝড়-তুফান। সাথে সমানতালে বজ্রপাত। স্বাভাবিক নিয়মে বিদ্যুৎও চলে যায় সাথে সাথে। দীর্ঘ সময় চলে ঝড় ও বজ্রপাতের তান্ডব। সন্ধ্যার পর ঝড় থামলে বেড়িয়ে পড়ি খবর সংগ্রহের জন্য। পাওয়া যায় উপজেলার বেশ কিছু গ্রামের ব্যাপক ক্ষয় ক্ষতির খবর। রিপোর্ট লিখা পর্যন্ত বজ্রপাতে কেউ মারা যাবার কোন খবর পাওয়া না গেলেও বেশ কিছু বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনিতেই ফসলের ব্যাপক ক্ষতির পর গতকালের হঠাৎ কাল বৈশাখী ঝড়ে কৃষকদের মরার উপর খড়ার ঘাঁ অবস্থা। পৌর এলাকার বেশ কয়েকটি গ্রামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কিছু গ্রামে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে কাল বৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অনেক গরীব অসহায় মানুষের বাড়ি-ঘরের চাল উড়ে গেছে প্রচন্ড ঝড়ে। প্রান বাঁচাতে আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। অনেক স্থানে গাছ পালা উপড়ে পড়েছে। ফলে যান চলাচলে বিঘœ ঘটেছে। টানা বিদ্যুৎ না থাকায় রাতে নবীগঞ্জ শহরে ভুতড়ে অবস্থা বিরাজ করে। অন্ধকারের কারণে ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে বাড়ি চলে গেলে শহর নিস্তব্ধ হয়ে পড়ে। এদিকে নবীগঞ্জের এক সময়ের শাখাবরাক নদী কালের আবর্তে মড়া খালে পরিনত হলেও সে খালের অবস্থাও খুবই বিপদজ্জনক। নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে কতিপয় সুবিধাবাদি নদীর গতিপথ আটকিয়ে অসংখ্য জায়গায় বাঁধ নির্মানের ফলে পানি আটকে বিভিন্ন স্থানে পানিতে ময়লা আবর্জনা পঁেচ দুর্ঘন্ধের সৃষ্টি হয়েছে। মারাত্বক দুর্ঘন্ধের কারণে পৌর এলাকার বাসিন্দাদের মারাত্বক ভুগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি পরিবেশের মারাত্বক ক্ষতি সাধিত হচ্ছে। এ ব্যাপরে উপজেলা প্রশাসন ও নবীগঞ্জ পৌরসভার মেয়রের সুদৃষ্টি কামনা করেছেন পৌরবাসী। গত দু’দিনের রুদ্র্যেজ্জল আবহাওয়ায় কৃষকদের মনে কিছু আশার আলো জ্বললেও গতকালের কাল বৈশাখী ঝড়ের তান্ডবে তাদের সে আসায়ও গুঁেড়বালি হয়েছে।


     এই বিভাগের আরো খবর