,

হবিগঞ্জে বৃষ্টিপাত চলবে আরো কয়েকদিন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সহ পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাত আরো কয়েকদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চৈত্রের মাঝামাঝি প্রবল বৃষ্টিপাতে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলাগুলো প্লাবিত হয়ে ধ্বংস হয়েছে একমাত্র বোরো ফসল। এবার এ অঞ্চলে আবারো ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, বজ্রঝড়ের ঘনঘটা বৃদ্ধি পাওয়ায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও কিশোরগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকায় ভারী থেকে অতি বৃষ্টি হতে পারে। ১৯ এপ্রিল থেকে শুরু করে ২৪ এপ্রিল পর্যন্ত এ সতর্কাবস্থা বহাল থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান।


     এই বিভাগের আরো খবর