,

নবীগঞ্জের বিভিন্ন হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে পোনা মাছ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের বিভিন্ন হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে পোনা মাছ। বর্ষার পানিতে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন খাল-বিল, নদী-নালায় চড়ে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে মাছের পোনা। কিছুদিনের মধ্যেই মাছগুলো বড় হবে। কিন্তু এরই মধ্যে এক শ্রেণির মৎস্য শিকারি সরকারি বিধি নিধেষ উপেক্ষা করে বেড় ও সুতি জাল দিয়ে অবাধে পোনামাছ নিধন করছেন। বেশির ভাগ মৎস্যজীবী দরিদ্র হওয়ায় রুটিরুজির বিকল্প উপায় না থাকায় এসব পোনামাছ ধরতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন। সূত্রে জানা যায়, খাল-বিলে বর্ষার পানি প্রবেশের পর থেকেই মাছ শিকারের ধুম পড়ে গেছে। নদী থেকে খাল-বিলে পানি প্রবেশের পথেই বেড় ও সুতি জাল দিয়ে ডিমওয়ালা মা মাছ নিধন করা হয়েছে। এখন চলছে পোনা মাছ নিধন। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে এ মাছ শিকার। নবীগেঞ্জর বিভিন্ন হাট-বাজারে এসব মাছ বিক্রি হচ্ছে। এব্যপারে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।


     এই বিভাগের আরো খবর