,

নবীগঞ্জে সন্ত্রাসী হামলায় প্রয়াত সাংবাদিক আলীমের পুত্র আহত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের প্রয়াত সাংবাদিক কামরুল হাসান আলীম ও গজনাইপুর ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান (৩) মোছাঃ সাফিয়া ইয়াছমিনের ছোট ছেলে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানাযায়, সাংবাদিক কামরুল হাসান আলীম হত্যার পর পর সাংবাদিক আলীমের স্ত্রী সাফিয়া ইয়াসমিন ২ ছেলে ১ মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে বাবার বাড়ি উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থ’গ্রামে বসবাস করে আসছিলেন। গত শুক্রবার সকালে নিহত সাংবাদিক আলীমের ছোট ছেলে সামি চৌধুরী তুহিন’কে স্থানীয় একটি মাঠে ফুটবল খেলার জন্য ঘুম থেকে তুলে ডেকে নেয় কায়স্থগ্রামের সাদ্দিক মিয়ার ছেলে হৃদয় মিয়া। এরপর খেলার মাঠে কথা কাটাকাটির জের ধরে হৃদয় মিয়াসহ ৫/৬ জন একত্রিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তুহিন (১৬) এর উপর হামলা চালায়। হামলাকারীরা তখন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বেধরক মারপিট করলে তুহিন ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় লোকজন তুহিনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে বাড়িতেও এসে হামলা চালায় সাদ্দিক মিয়া ও তার বড় ছেলে এলাকার শীর্ষ সন্ত্রাসী আলমগীর মিয়া, হৃদয় মিয়া, সাগর মিয়াসহ আরো বেশ কয়েকজন। প্রয়াত সাংবাদিক আলীমের পরিবারের দাবী পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটনানো হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তুহিনকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এর আগেও একাধিক বার সাদ্দিক মিয়া গংরা নিহত সাংবদিক আলীমের স্ত্রী সাফিয়া ইয়াসমিনের বাবার পরিবারের উপর হামলা,মারপিটসহ নানা অত্যাচার করে আসছিল। দীর্ঘদিন ধরে সাদ্দিক মিয়া এলাকা জুড়ে প্রভাব বিস্তার করে আসছে। প্রয়াত সাংবদিক আলীমের স্ত্রী সাফিয়া ইয়াসমিনের ভাই আব্দুল মান্নান বার বার নির্যাতনের শিকার হয়ে মুরুব্বিগন শালিসের মাধ্যমে সন্ত্রাসী সাদ্দিক মিয়া গংদের বিচার করে আসলেও কিছুদিন পর পর একই ভাবে অত্যাচার ও পুলিশ বা মুরুব্বিদের বিষয়টি জানালে প্রাণ নাশের হুমকি ও ভয় ভীতি দেখিয়ে আসছিল। পরে এঘটনার খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই ছালাহ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীয় মুরুব্বিগণ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।


     এই বিভাগের আরো খবর