,

কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ গ্রাম পরিদর্শনে ডিসি সাবিনা আলম

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ কাল বৈশাখীর ব্যাপক তান্ডবে গত শুক্রবার রাত ১০টায় জেলার সদর উপজেলাধীন নিজামপুর ইউনিনের লন্ডভন্ড গ্রামগুলো পরিদর্শনে যান জেলা প্রশাসক সাবিনা আলম। এসময় তিনি ঝড়ে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ শুটকীপাড়া গ্রামের মাটির সাথে মিশে যাওয়া কাঁচা বাড়ীঘর পরিদর্শন ও এই মেঘলা খোলা আকাশের নিচে কুলের শিশুকে বুকে জড়িয়ে অসহায় দরিদ্র মানুষদের কোন ক্রমে ঘুমুনোর অসহায়ত্ব দেখে আঁতকে উঠেন। প্রায় অর্ধঘন্টা ব্যাপী এই পরিদর্শন চলাকালে তার সাথে ছিলেন, সদর ইউএনও এ,টি,এম আজহারুল ইসলাম, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত চৌধুরী ও নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন। জেলা প্রশাসক সাবিনা আলম তার অনুপস্থিতিতে ওই কাল বৈশাখী তান্ডবের শিকার ক্ষতিগ্রস্থ গ্রাম গুলোর হত-দরিদ্র মানুষের পাশে আর্থিক ও নির্মাণ সামগ্রী নিয়ে তাৎক্ষনিক দাঁড়ানোর জন্য স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম, সদর ইউএনও আজহারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের প্রশংসা করেন। এদিকে ওই কাল বৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়ে খোদ ঢাকা থেকে শুক্রবার রাতেই পথিমধ্যে হবিগঞ্জের এই গ্রামগুলো পরিদর্শনকালে শুদ্ধ তালিকার তৈরীর মাধ্যমে ক্ষতিগ্রস্থদের মধ্যে সরকারের পক্ষ থেকে দেয়া আর্থিক ও নির্মাণ সামগ্রী বিতরনের জন্য সদর ইউএনওকে নির্দেশ দেন জেলা প্রশাসক সাবিনা আলম।


     এই বিভাগের আরো খবর