,

মোবাইলে ছাত্রীকে উত্যক্ত করার জের : নবীগঞ্জের রসুলগঞ্জ বাজারে হামলা পাল্টা হামলা ॥ ১ যুবক গ্রেফতার

জসিম তালুকদার ॥ নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বানিয়াচং উপজেলার বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে মোবাইল ফোনে উত্যক্ত করার জের ধরে নবীগঞ্জ সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে গতকাল রবিবার হামলা পাল্টা হামলা ঘটনা ঘটেছে। এতে এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আব্দুল আউয়াল নামে এক জনকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে রবিবার রাতেই নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিবরণ ও এলাকবাসী সূত্রে জানাযায়, বানিয়াচং উপজেলার বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর এক ছাত্রীকে নবীগঞ্জ উপজেলার ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের গুনাপাড়া গ্রামের আব্দুর নূরের পুত্র শাহীনুর মিয়া মোবাইল ফোনে আপত্তিকর কতাবার্তা বলে উত্যক্ত করে আসছিল। ওই ছাত্রী বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান কে জানালে তিনি কলেজে বিষয়টি মীমাংসা করে দেন। পরে ওই ছাত্রী’র ভাই বক্তারপুর গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র তারেক রহমান (১৭) কে রসুলগঞ্জ বাজারে আসার পথে পুর্ব থেকে ওৎ পেতে থাকা শাহীনুর এর চাচাতো ভাই নবীগঞ্জ সদর ইউনিয়নের গুনাপাড়া গ্রামের আঃ মালিক এর পুত্র আঃ আউয়াল তার উপর হামলা চালায়। আহত তারেককে স্থানীয় জনতা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দু’পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বড় ধরনের সংঘর্ষের আশংকায় এলাকার ময়মুরুব্বিয়ান নবীগঞ্জ থানায় খবর দিলে নবীগঞ্জ থানার এস.আই মোবারক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং আব্দুল আউয়ালকে গ্রেফতার করেন। পরে বক্তাপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর