,

নবীগঞ্জের বিভিন্ন ঝুঁকিপূর্ন বাঁধ পরিদর্শনে এমপি কেয়া চৌধুরী ও পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক

স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা, গুঙ্গিয়াজুরী হাওর, নবীগঞ্জের ১ ও ২ নং ইউনিয়নের বিবিয়ানা চরগাঁও ও বিবিয়ানা আমড়াখাইর বাঁধ পরিদর্শন করেছেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক একে এম মমতাজ উদ্দিন, সিলেট বিভাগীয় সুপারেন্টেইন ইঞ্জিনিয়ার এস এম শহিদুল ইসলাম’কে সাথে নিয়ে নবীগঞ্জের বিভিন্ন ঝুঁকিপুর্ণ বাধঁগুলো কি ভাবে রক্ষা করা যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে এমপি নিদের্শ প্রদান করেন। বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা দিচ্ছেন। এছাড়াও আজ থেকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১০০ দিন আওয়ামীলীগ সরকার- বিনামূল্যে ৩৩ থেকে ৩৫ হাজার মেট্রিক টন চাল ও নগদ ৫০০ কোটি টাকা সকল হাওর অঞ্চলের বন্যাদূর্গত মানুষের কাছে, স্থানীয় উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করবে।


     এই বিভাগের আরো খবর