,

থানায় মামলা করায় নবীগঞ্জে বাদীকে প্রাণনাশের হুমকি ৪ ভরি স্বর্ণালঙ্কার সহ ৩ লক্ষাধিক টাকার মালমাল লুটে নেয়ার অভিযোগ

সংবাদদাতা \ নবীগঞ্জে ভাই ও ভাইয়ের স্ত্রীকে মারপিট করে গুরুতর আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের করায় প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে মামলার বাদীর বসতবাড়ীতে প্রবেশ করে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ধান ও গোয়ালঘর থেকে ৩টি গরু জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের ৬জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেছেন একই গ্রামের মতিউর রহমানের কন্যা মোছাঃ ফাতেমা বেগম। আদালত মামলাটি তদন্তের জন্য নবীগঞ্জ থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন। মামলার আসামীরা হচ্ছে ওই গ্রামের সুফি মিয়ার পুত্র তাজুল মিয়া, নজরুল ইসলাম, সাইফুল মিয়া, ফারুক মিয়ার পুত্র বাচ্চু মিয়া, মৃত মনর উদ্দিনের পুত্র মোঃ সুফি মিয়া, মৃত মলক মিয়ার পুত্র এরশাদ মিয়া। গত ২২ এপ্রিল শনিবার বিকেল ৪টায় এঘটনা ঘটার পর মামলার বাদী মোছাঃ ফাতেমা বেগম হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-৫ আদালতে মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উলে­খ করেন, বিবাদীরা তার দায়েরকৃত মামলায় ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং বসতঘরে জোরপূর্বক প্রবেশ করে তার গোয়ালঘর থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৩টি গরু, ৩২ হাজার টাকা মূল্যের ৪০ মন ধান, ঘরে রক্ষিত নগদ ৩৩ হাজার টাকা ও ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। উলে­খ্য, ফাতেমা বেগম নবীগঞ্জ উপজেলার বড় আলীপুর গ্রামের তাজুল মিয়া, বাচ্চু মিয়া, নজরুল ইসলাম, সুফি মিয়া ও এরশাদ মিয়ার বিরুদ্ধে দন্ডবিধির ১৪৩/৩৪১/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করেন। যা গত ২০ এপ্রিল এফআইআর ভূক্ত হয়। ওই মামলায় তিনি উলে­খ করেছিলেন, আসামী বাচ্চু মিয়া দীর্ঘদিন যাবত ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। সে এক ব্যাগ ফেন্সিডিল ফাতেমা বেগমের ভাই আব্দুল হামিদের ঘরে রাখতে চাইলে ভাইয়ের স্ত্রী তা রাখতে নিষেধ করলে আসামীরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। এরই জের ধরে আসামীরা বাদীনির ভাই আব্দুল হামিদ ও ভাইয়ের স্ত্রী মফিজা বেগমের উপর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করে। আহতদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


     এই বিভাগের আরো খবর