,

নবীগঞ্জে নেশার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামে মাদকদ্রব্য কেনার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত ১২ টার দিকে আহত গৃহবধু শিউলীকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন তার স্বজনরা। আহত শিউলী বেগমের পিতা মোঃ ছালাউদ্দিন জানান, ২০১৬ সালের এপ্রিল মাসের ২৮ তারিখে দুই লক্ষ টাকা কাবিন ধার্য করে হবিগঞ্জ নোটারী পাবলিকের কার্যালয়ে গিয়ে ‘কোর্ট ম্যারেজ’ মাধ্যমে একই গ্রামের মুনছব উল্লার পুত্র মোঃ ছায়েদ এর সাথে শিউলীর বিয়ে হয়। বিয়ের আগে থেকেই মাদকদ্রব্য সেবন করত ছায়েদ, তা শিউলীর জানা ছিলনা। মাদক সেবনের বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই কলহ হতো। বিয়ের পর থেকেই ছায়েদ মাদকদ্রব্য কেনার টাকা ও যৌতুকের জন্য চাপ দেয় শিউলীকে। গতকাল সোমবার রাত অনুমান ১২ টার দিকে মাতাল অবস্থায় নেশার টাকার জন্য শিউলীকে মারফফিট করতে থাকে ছায়েদ এক পর্যায়ে শিউলীকে প্রাণে হত্যার উদ্যোশে গলায় ওড়না পেছিয়ে টেনে হিছরে ঘর থেকে বের করে পাশ্ববর্ত্তী জমিনে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করতে থাকে। এ সময় শিউলীর শোর চিৎকারে স্থানীয় প্রতিবেশিরা এগিয়ে আসলে ছায়েদ পালিয়ে যায়। গ্রামবাসী সহ আমরা শিউলীকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। উক্ত ঘটনার খবর পেয়ে রাতেই স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুর রহমান মুকুল, স্থানীয় ওর্য়াড মেম্বার মোঃ ছুনু মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উল্লেখ্য, মাদক সেবনকারী মোঃ ছায়েদ মিয়াকে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মৌলভীবাজার এলাকায় ৭ লিটার চোলাই মদ সহ মৌলভীবাজার থানা পুলিশ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আদালতে সোর্পদ করেন। প্রায় ১ মাস পর সে জামিনে বের হয়ে মাদক সেবন ও মাদকের ব্যবসা শুরু করে। এব্যাপারে মামলা করার প্রস্থতি নিচ্ছেন বলে জানিয়েছেন শিউলীর পিতা মোঃ ছালাউদ্দিন।


     এই বিভাগের আরো খবর