,

হবিগঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা- উন্নয়নের জন্য প্রয়োজন দুর্নীতি প্রতিরোধ

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, উন্নয়নের জন্য প্রয়োজন দুর্নীতি প্রতিরোধ, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করা। বিচার বিভাগ স্বাধীন ভাবে কাজ করুক, তা প্রশাসন কোন দিনই চায়নি। সব সরকারের আমলেই বিচার বিভাগের উপর বিমাতা সূলভ আচরণ চলছে। অথচ বিচার বিভাগই প্রশাসনের নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু আমলাতন্ত্র সব সময়ই বিচার বিভাগকে প্রতিদ্বন্ধি মনে করে। প্রশাসনের কর্মকর্তারা যখন নিজ বিভাগে নিরাপত্তা পাননা, তখন তারা বিচার বিভাগের কাছেই আসেন। এ ক্ষেত্রে বিচার বিভাগই তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখে। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে তার সম্মানে দেয়া হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্বর্ধিত ব্যক্তিত্বের বক্তব্যে এই কথা বলেন। জেলা বার লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সাবেক এমপি এডভোকেট আব্দুল মোছাব্বির। এডভোকেট লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ, প্রাক্তন এমপি এডভোকেট আব্দুল হাই, প্রবীন আইনজীবি ও ভাষা সৈনিক সৈয়দ আফরোজ বখত, জেলা আইজীবি সমিতির সভাপতি এডভোকেট আফিল উদ্দিন প্রমুখ। এসময় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমারকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্বর্ধিত করে সংশ্লিস্ট আইনজীবি সমিতি। এর আগে গতকাল সোমবার দুপুরে দুদিনের সফরে প্রধান বিচারপতি হবিগঞ্জে এসে পৌছুলে জেলা প্রশাসক সাবিনা আলম ও জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ সহ গণমান্য ব্যক্তিবর্গ সার্কিট হাউজে তাকে স্বাগত জানান। এদিন রাতে বিচার বিভাগ, জেলা প্রশাসন, আদালত সংশ্লিস্ট গুরুত্বপূর্ণ বিভাগের পদবীধারী আইনজীবিগণ, সিভিল সার্জন, গণপূর্ত বিভাগ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে প্রধান চিারপতি সুরেন্দ্র কুমার সিংহা জেলা সার্কিট হাউজ সভা কক্ষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ’র সভাপতিত্বে এবং জেলা প্রশাসক সাবিনা আলমের উপস্থিতিতে অনুষ্ঠিত বিচার প্রার্থী সাধারণ মানুষের সেবা প্রদানের লক্ষ্যে ‘আদালতকে আরও গতিশীল করার করনীয় শীর্ষক’ এক এক মতবিনিময় সভায় মিলিত হন।


     এই বিভাগের আরো খবর