,

হবিগঞ্জে ৩৫তম বিসিএস-এ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদেরকে জাকজমকপূর্ণ সম্বর্ধনা

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ অন্যায় পথ পরিহার ও ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও জনগণকে সেবা প্রদানের দিকনির্দেশনামূলক উপদেশ দিয়ে হবিগঞ্জ জেলা থেকে ৩৫তম বিসিএসএ বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণকে এক জাকজমকপূর্ণ সর্ম্বধনা প্রদান করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজ সভা কক্ষে আয়োজন করা হয় এক সর্ম্বধনা অনুষ্ঠান। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দা সমশেদ বেগমের সঞ্চালনা আর এনডিসি মারুফ হাসানের তত্বাবধানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব অশোক মাধব রায়। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল কদ্দুছ সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম। এসময় বক্তব্য রাখেন, উপ-সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এমরান হোসেন, উপ-সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রোকন উদ্দিন, সংশ্লিষ্ঠ ওই মন্ত্রনালয়ের সচিব এর একান্ত সচিব আব্দুল আজিজ শামীম, পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহকারী সচিব জিয়াউর রহমান জিয়া, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যাপক মোঃ জালাল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শেখ আবু জাফর ও এ্যানেস্টেসিয়া বিশেষজ্ঞ ডাঃ দেলোয়ার হোসেন সহ ৩৫তম বিসিএসএ’র নবাগত কর্মকর্তা (প্রশাসন) সুজিত রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি সচিব অশোক মাধব নবাগত ওই কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ৩৫তম বিসিএসএ উত্তীর্ণ সদস্যদেরকে মনে রাখতে হবে, এখন আর তারা স্বাধীন চেতা সাধারন মানুষের মতো যে কোন কাজ খেয়াল খুশীমত করতে পারবেন না। বরং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কর্মকর্তা হিসেবে যোগদানের পর একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে যাবেন। আর সে হিসেবেই তাদেরকে সকল রুল মেনে চলতে হবে এবং সকল লোভ-লালসার উর্ধ্বে উঠে সৎ পথে থেকে জনগণকে সেবা প্রদানে নিজেকে নিয়োজিত রাখতে হবে। মনে রাখতে হবে জনগনের টাকায় আপনারা চাকুরীর সুবিধার্থে সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে অধিস্থিত, তাই জনগণকেও সেবা প্রদানের মানসিকতায় নিজেকে তৈরী থেকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হবে। অনুষ্ঠান পরবর্তী সময়ে হবিগঞ্জ জেলা থেকে ৩৫তম বিসিএসএ উর্ত্তীণ পররাষ্ট্র, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য সহ নানা বিভাগের ফুলের ভালাবাসায় সিক্ত কৃতি নবাগত সরকারী ২৪ কর্মকর্তাও হাতে ক্রেস্ট তুলে দিয়ে সম্বর্ধিত করেন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব অশোক মাধব রায় ও জেলা প্রশাসক সাবিনা আলম।


     এই বিভাগের আরো খবর