,

বাহুবলে এসএসসিতে পাশের হার ৭০%, দাখিলে ৬৯.৬৬%

বাহুবল প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় বাহুবলে এসএসসি ও দাখিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ঠা মে) দুপুর ২টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী পাসের হারে সর্বোচ্চ ৯৪% পেয়ে হাজী এ ওয়াহিদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও জিপিএ-৫ পাপ্তির দিক দিয়ে সর্বোচ্চ ৬টি জিপিএ-৫ মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় উপজেলা মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। হাজী এ ওয়াহিদ চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ৫০ জন পরীায় অংশগ্রহণ করে ৪৭ জন পাশ করে। তাদের পাশের হার ৯৪%। মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৮৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৭২ জন পাশ করে। তাদের পাশের হার ৮৫.৭১%। মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে ২৮৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৬টি জিপিএ-৫সহ ২৪১ জন পাশ করে। তাদের পাশের হার ৮৩.৬৮%। ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫১ জন পাশ করে। তাদের পাশের হার ৮০.৯৫%। শাহজালাল মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৮ জন পাশ করে। তাদের পাশের হার ৭৬.৩২%। ভুলকোট আদর্শ বিদ্যা নিকেতন থেকে ৫২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৬ জন পাশ করে। তাদের পাশের হার ৬৯.২৩%। দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুল থেকে ২১০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৪টি জিপিএ-৫সহ ১৪৩ জন পাশ করে। তাদের পাশের হার ৬৮.১০%। জগতপুর উচ্চ বিদ্যালয় থেকে ৩৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩ জন পাশ করে। তাদের পাশের হার ৬৩.৮৯%। পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ১৪৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১টি জিপিএ-৫সহ ৯৪ জন পাশ করে। তাদের পাশের হার ৬৩.০৯%। ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৬৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৪২ জন পাশ করে। তাদের পাশের হার ৬৮.১০%। মানব কল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে ১৬৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২টি জিপিএ-৫সহ ৯৬ জন পাশ করে। তাদের পাশের হার ৫৭.১৪%। ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় থেকে ১১১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫১ জন পাশ করে। তাদের পাশের হার ৪৫.৯৫%। স্বস্তিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ জন পাশ করে। তাদের পাশের হার ৪৫.৪৫%। দিমুড়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৭৯ জন পরীায় অংশগ্রহণ করে ৬১ জন পাশ করে। তাদের পাশের হার ৭৭%। শাহজালাল (রঃ) সুন্নীয়া দাখিল মাদ্রাসা থেকে ৪১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৩০ জন পাশ করে। তাদের পাশের হার ৭৩%। মিরপুর দাখিল মাদ্রাসা থেকে ৫৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৪২ জন পাশ করে। তাদের পাশের হার ৭১%। রাসুলপুর সুন্নিয়া দাখিল থেকে ৪৫ জন পরীায় অংশগ্রহণ করে ৩০ জন পাশ করে। তাদের পাশের হার ৬৬.৬৭%। দিগাম্বর সুন্নিয়া দাখিল মাদ্রাসা থেকে ৪২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২৬ জন পাশ করে। তাদের পাশের হার ৬১.৯০%। হাফিজপুর মহিলা দাখিল মাদ্রাসা থেকে ১৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৪ জন পাশ করে। তাদের পাশের হার ২২%।


     এই বিভাগের আরো খবর