,

কি থাকছে বিএনপির ‘ভিশন ২০৩০’-এ?

সময় ডেস্ক ॥ বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপান্তরের জন্য বিস্তারিত প্রস্তাব তৈরি করছে বিএনপি। এই সময়ের মধ্যে বার্ষিক প্রবৃদ্ধির হার ‘ডাবল ডিজিটে’ উন্নীত করার ‘সৃজনশীল ও বুদ্ধিদীপ্ত’ উদ্যোগ নিয়েছে দলটি। এছাড়া ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যেও বড় ধরনের পরিবর্তন করতে চায়। এক্ষেত্রে জাতীয় সংসদকে দ্বি-কক্ষবিশিষ্ট ও প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে ভারসাম্য আনার পক্ষে তারা। বিষয়গুলোর একটি প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে বিএনপির গত ২০১৬ সালের ১৯ মার্চ দলীয় কাউন্সিলেই। ১০ মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। দলটির নীতি-নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বিএনপির বুদ্ধিজীবীদের একটি অংশ মনে করছে, ‘ভিশন ২০৩০’ না হয়ে ‘২০৫০’ হলে আরও দূরদর্শী হতো। যদিও এ নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি নন কেউ। ১০মে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পর ১৮ বা ২০ মে বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা একটি ঘরোয়া বৈঠক করবেন। ওই বৈঠকেই ‘ভিশন ২০৩০’-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে বলে জানান বিএনপিপন্থী একজন শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী। তারা বলছেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে ইশতেহারে ‘রূপকল্প-২০৪১’ ঘোষণা করে আওয়ামী লীগ। এর আগে ২০০৮ সালের নির্বাচনের আগে ‘রূপকল্প-২০২১’ শিরোনামে ইশতেহার প্রকাশ করেছিল। ফলে, বিএনপির ভিশন ২০৩০ সময়সীমা রাজনৈতিক কৌশলের দিক থেকে পিছিয়ে পড়তে পারে। তবে এ প্রসঙ্গে বিএনপি ঘরানার বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ মনে করেন, ‘খালেদা জিয়ার প্রস্তাবের পরই এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে।’ উল্লেখ্য, গত বছর কাউন্সিলে ভিশন ২০৩০ প্রাথমিক ঘোষণার পর ক্ষমতাসীন দল সমালোচনা করে বলেছিল, আওয়ামী লীগের ‘রূপকল্প’ অনুসরণ করেই বিএনপি ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছে। ক্ষমতাসীন দলটির এমন সমালোচনার জবাবে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘‘সর্বপ্রথম ‘ভিশন-২০২০’ঘোষণা করেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ২০০১ সালের নির্বাচন উপলক্ষে এই ভিশন ঘোষণা করা হয়েছিল।’’ চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা তো ২০১৭ সালে বসে ২০৪১ দেখতে পারছি না। এই সময় অনেক দূর এবং এরমধ্যে অনেক পরিবর্তন ঘটবে। এটা হয়তো শেখ হাসিনা দেখতে পান, তাই ২০৪১ রূপকল্প দিয়েছেন। আমরা এই সময়ে বসে আগামী দুটি নির্বাচনকে সামনে রেখে কাজ করছি।’ বিএনপির ‘ভিশন ২০৩০’-এর প্রধান দিকগুলো বিএনপির ‘ভিশন ২০৩০’-এর একটি প্রাথমিক ধারণা খালেদা জিয়া গত বছর কাউন্সিলে দিয়েছেন। ওই সময় তিনি বলেছেন, ‘‘দেশের অগ্রসর চিন্তাবিদ, বুদ্ধিজীবী, পরিকল্পনাবিদ, গবেষক, বিভিন্ন শ্রেণি-পেশা ও অঙ্গনে কর্মরত শীর্ষস্থানীয়, বিশিষ্ট ব্যক্তিবর্গকেও এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট করা হয়েছে। সবার সুচিন্তিত অভিমত ও পরামর্শের ভিত্তিতে সমৃদ্ধ দেশ ও আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে বিএনপি ইতোমধ্যেই ‘ভিশন-২০৩০’ শিরোনামে একটি বিস্তৃত কর্মপরিকল্পনার খসড়া প্রণয়ন করেছে।’’ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ভিশন ২০৩০ কী কী থাকবে, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে কী কী কাজ করবে, দেশকে কিভাবে উন্নত করবে, সেগুলোই শুধু খালেদা জিয়া ১০ তারিখের সংবাদ সম্মেলনে জানাবেন। তবে এই প্রস্তাবে জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ও সহায়ক সরকারের রূপরেখা দেওয়া হবে না বলেও তিনি জানান।


     এই বিভাগের আরো খবর