,

হবিগঞ্জ সংবর্ধনা অনুষ্ঠানে আইনমন্ত্রী জনগনের ভোগান্তি দূর করতে আইনী বিচ্যুতি দূর করার উদ্যোগ নেয়া হবে

স্টাফ রিপোর্টার ॥ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হককে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতি। গতকাল রবিবার দুপুরে আইনজীবী সমিতির প্রধান শাখায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে আইন মন্ত্রী আনিসুল হক বলেন, হবিগঞ্জে তিনি একটি মামলা পরিচালনার জন্য এসেছিলেন। তাই নিজেকে এই বারের একজন বলেই মনে করেন। হবিগঞ্জ বারের উন্নয়নের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে বরাদ্দ আনার ঘোষণা দেন। মন্ত্রী বলেন, সরকার সিভিল জুরিসডিকশন করেছে। কিন্তু উচ্চ আদালতের জন্য তা কার্যকর হয়নি। জনগনের দুর্ভোগ লাগবের জন্য আমরা অনেক কাজ করলেও কিছু কিছু ক্ষেত্রে বাধাগ্রস্থ হই। জনগনের ভোগান্তি দূর করতে আইনী বিচ্যুতি দূর করার উদ্যোগ নেয়া হবে। এনআই অ্যাক্টসহ যে সকল আইনে ক্রটি আছে তা দূর করারও উদ্যোগ নেয়া হবে। হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আফিল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী, সংরক্ষিত নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, এডভোকেট চৌধুরী আব্দুল হাই, এডভোকেট সৈয়দ আফরোজ বখত, পিপি সিরাজুল হক চৌধুরী, এডভোকেট আরিফ চৌধুরী ও এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। পরে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে মন্ত্রীকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।


     এই বিভাগের আরো খবর