,

মাধবপুরে সরকারের সাফল্য নিয়ে মহিলা সমাবেশ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের বিশেষ প্রচার এবং উদ্বুদ্ধকরণ কার্যক্রমের আওতায় এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় মাধবপুর উপজেলাধীন শাহজাহানপুর ইউনিয়নের অর্ন্তগত এক্তিয়ারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরাধীন হবিগঞ্জ জেলা তথ্য অফিস কর্তৃক সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের বিশেষ প্রচার এবং উদ্বুদ্ধকরণ কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মোঃ সালাহ উদ্দিন। তথ্য অফিসার কর্তৃক স্বাগত বক্তব্য প্রদানের পর এক্তিয়ারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কাওছার হামিদ সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে এক্তিয়ারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমা দত্ত বলেন, সরকারের বিভিন্ন সেক্টরে প্রভূত উন্নয়নে দেশের সার্বিক উন্নয়ন কাঠামো এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে দেশের সবাইকে এগিয়ে আসতে হবে। মহিলা সমাবেশে শাহজাহানপুর ইউনিয়নের গৃহিনী, ইউপি সদস্যা, শিক্ষিকা, নারী সংগঠনের প্রতিনিধি ও সমাজের বিশিষ্ট সুধীজনসহ শতাধিক লোক অংশ গ্রহণ করেন। মহিলা সমাবেশটি সঞ্চালন করেন মোঃ হাবিবুর রহমান, উচ্চমান সহকারী, জেলা তথ্য অফিস, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর