,

হবিগঞ্জে মাদকসহ যুবক আটক গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের গার্নিং পার্ক এলাকায় প্রেমিকা স্ত্রীর সাথে দেখা করতে এসে রিয়াদ আহমেদ (২৫) নামের এক ঢাকাইয়া যুবক মাদকসহ শ্বশুর বাড়ির লোকজনের হাতে আটক হয়েছে। পরে গণধোলাই দিয়ে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। সূত্র জানায়, ঢাকার যাত্রাবাড়ীর মীর হাজারীবাগের ৪১৯ নম্বর বাসার বাসিন্দা ওয়াজেদ আলীর পুত্র সায়দাবাদ শ্যামলী কাউন্টারের সুপার ভাইজার রিয়াদ আহমেদের সাথে বাসে আসা যাওয়ার সুবাদে পরিচয় হয় হবিগঞ্জ শহরের গার্নিং পার্ক এলাকার বাসিন্দা মুহিবুর রহমানের কন্যা সরকারি বৃন্দাবন কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী ফইজুর রহমান ইমুর (২২)। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ইমুর পরিবার বিষয়টি জানতে পেরে তাকে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা চালায়। দেড় বছর আগে উভয়ই পালিয়ে গিয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। এদিকে ইমুর পরিবার তাকে আনুষ্ঠানিকভাবে রিয়াদের হাতে তুলে দিবে মর্মে প্রলোভন দিয়ে ইমুকে হবিগঞ্জের বাসায় নিয়ে আসে। গত রবিবার রাত ১২টার দিকে রিয়াদ ইমুর সাথে দেখা করতে হবিগঞ্জে আসে। এ সময় ইমুর পরিবারের লোকজন তাকে আটক করে গণধোলাই দিয়ে সদর থানায় সোপর্দ করে। তখন পুলিশ আহত রিয়াদকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা শেষে আটক করে থানায় নিয়ে যায়। পরে তার কাছ থেকে ৩০ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গতকাল সোমবার বিকালে সদর থানায় ছবি তোলতে গেলে রিয়াদ জানায়, তার গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহান উদ্দিন থানার ছগলা গ্রামে। তারা দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে কোথাও চাকুরী না পেয়ে সায়দাবাদ বাসস্ট্যান্ডে শ্যামলী কাউন্টারে ১৫ হাজার টাকা বেতনে চাকুরী নেয়। ওই দিন রাতে দেখা করতে এলে ইমুর ভাইয়েরা তার প্যান্টের পকেটে জোরপূর্বক ইয়াবা রেখে পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে ওসি ইয়াছিনুল হক জানান, ওই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গতকালই তাকে কারাগারে প্রেরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর