,

হবিগঞ্জে চাকুরীর প্রলোভন দিয়ে কিশোরীকে বিদেশে পাচার

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা গ্রামে চাকুরীর প্রলোভন দিয়ে তামান্না আক্তার (১৬) নামের এক কিশোরীকে বিদেশে পাচার করে দিয়েছে দালালচক্র। উপরন্ত ওই কিশোরীর পিতার কাছে তারা মোটা অংকের টাকা দাবি করছে। এ ঘটনায় ওই কিশোরীর পিতা যশেরআব্দা গ্রামের মৃত মহরম আলীর পুত্র রিকশা চালক জজ মিয়া বাদি হয়ে সদর থানায় অভিযোগ দিয়েছে। অভিযোগে জানা যায়, একই গ্রামের পিসির আলীর পুত্র দালাল জসিম মিয়া (২৫) দারিদ্রতার সুযোগে তার কিশোরী কন্যা তামান্না আক্তারকে বিনা খরচে জর্দান পাঠানোর প্রস্তাব দেয়। সহজ সরল রিক্সা চালক জজ মিয়া রাজি হলে সম্প্রতি জসিম ও তার সহযোগি সদর উপজেলার কাশিপুর গ্রামের উসমান মিয়ার পুত্র জাহিদুল ইসলাম (৩০) তামান্না আক্তারকে ২নং এলাকার হাজরে আসওয়াদ ট্যাভেলসের মাধ্যমে গত ২৪ এপ্রিল জর্দান পাঠায়। এরপর থেকে তামান্নার আর কোন হদিস পাওয়া যাচ্ছে না। জসিম ও জাহিদুল কিশোরীর পিতা জজ মিয়াকে জানায়, তার মেয়েকে পেতে হলে ১ লাখ টাকা দিতে হবে। অন্যথায় তার মেয়েকে ফেরত দিবে না। এ খবরে জজ মিয়া হতাশাগ্রস্থ হয়ে গতকাল সদর থানায় অভিযোগ দায়ের করে। ওসি ইয়াছিনুল হক জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


     এই বিভাগের আরো খবর