,

সরকারের সাফল্য ও অর্জন নিয়ে বিরামচর ও বহুলায় পৃথক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ সরকারের সাফল্য অর্জন এবং উন্নয়ন ভাবনা জনগণকে অবহিত ও সম্পৃক্ততায় উদ্বুদ্ধকরনে এক বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় ধারাবাহিক মহিলা সমাবেশের আয়োজন শুরু করেছে হবিগঞ্জ জেলা তথ্য অফিস। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় জেলার সদর উপজেলাধীন শায়েস্তাগঞ্জ পৌর শহরতলীর বিরামচর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং সন্ধ্যায় বহুলা মডেল প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয় পৃথক মহিলা সমাবেশ। বিরামচরের ওই প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মহিলা সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মোঃ সালাহ উদ্দিন। সমাবেশে সভাপতিত্ব করেন, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার আহবায়ক সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ সালাহ উদ্দিন আহমেদ জামান। এদিকে বহুলা ওই প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত একই রকম মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ সালাহ উদ্দিন। এইসব সমাবেশে সন্তান-সন্তুটি নিয়ে উপস্থিত অন্তত ৫ শতাধিক মহিলার উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বর্তমান সরকার কর্তৃক বিনা বেতনে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন, বিধবা-বয়স্ক ভাতা ও স্বাস্থ্য সেবা প্রদান, বাল্য বিয়ে, যৌতুক প্রথা বন্ধ ও ইভটিজিং প্রতিরোধ কল্পে আইন প্রনয়ন এবং জঙ্গী-সন্ত্রাস নির্মূল সহ আরও নানা কর্মসূচীর গ্রহন করে মহিলাদের সার্বিক উন্নয়নে কাজ করার বিষয়গুলো তুলে ধরে তা মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে মা-বোনদের প্রতি আহবান জানানো হয়।


     এই বিভাগের আরো খবর