,

নবীগঞ্জে ষাড়ের লড়াইকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ : স্কুল ছাত্র নিহত ॥ গ্রেফতার ৩

মুরাদ আহমদ ॥ নবীগঞ্জের আমড়াখাই গ্রামে ষাড়ের লড়াইয়ের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অনন্ত ১০ জন লোক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। স্কুল ছাত্র খুনের ঘটনার সাথে জড়িত আব্দুল খালেক ও তার পুত্র সহ ৩ জনকে আটক গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাইড় গ্রামের আব্দুল খালিকের লোকজনদের সাথে একই গ্রামের আজহারুল গংদের মধ্যে গত মঙ্গলবার বিকেলে দু’ষাড়ের লড়াইকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল বুধবার সকালে আবারো দু’পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় ফকির মোহাম্মদ আর্দশ হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র সুজাত মিয়া (১৮) সে তার বাড়ি থেকে প্রাইভেট কোচিং সেন্টার যাওয়ার সময় একা পেয়ে আব্দুল খালেকের লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে খুন করে। এঘটনায় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধলে এতে প্রায় ১০ জন নারী পুরুষ আহত হন। নবীগঞ্জ থানা পুলিশ ঘটনার সাথে জড়িত প্রধান আসামী আব্দুল খালেক, তার পুত্র সহ ৩ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় টানাটান উত্তেজনা বিরাজ করছে। আবারো যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতাউর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছি। নিহত সুজাত মিয়ার পিতা অপু মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এবং ঘটনার সাথে জড়িত প্রধান আসামী আব্দুল খালিক, তার পুত্র সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জের উত্তর সার্কেলের এএসপি আ.স.ম সামছুর রহমান ঘটনস্থল পরিদর্শন করেন এবং শান্তি শৃংখলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।


     এই বিভাগের আরো খবর