,

নবীগঞ্জে জলমহাল ইজারা নিয়ে লঙ্কাকান্ড ! অনিয়মের অভিযোগে ৮টির ইজারা স্থগিত ও ৭টি পুনঃতদন্তের নির্দেশ

মুরাদ আহমদ ॥ নবীগঞ্জ উপজেলার ৩৩টি জলমহাল ইজারা দেয়া নিয়ে ঘটে গেছে লঙ্কাকান্ড। ইজারা দেয়া বিলগুলোর মধ্যে বিভিন্ন কারণে ৩টি বিল উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি স্থগিত করে। বাকি ৩০টি বিলের মধ্যে অনিয়মের অভিযোগে ৮টি স্থগিত এবং ৭টি পুনঃ তদন্তের জন্য নির্দেশ প্রদান করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক। বিল ইজারা নিয়ে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে বলে শহরে গুঞ্জন রয়েছে। বিলের তীরবর্তী মৎস্যজীবি সমিতিকে বিল ইজারা না দিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীর সুপারিশে রামপুর পূর্বাংশ মৎস্যজীবী সমবায় সমিতি লি: কে রামপুরের ডালা জলমহাল ও নোয়াগাঁও মৎস্যজীবি সমবায় সমিতিকে বড় বিল গালিমপুর জলমহাল ইজারা দেয়াসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। বেশীরভাগ বিল ইজারায় অনিয়ম হওয়ার কারণে জেলা প্রশাসক বরাবরে একাধিক অভিযোগ প্রদান করেছে বিভিন্ন মৎস্যজীবি সমবায় সমিতি। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক উল্লেখিত সিদ্ধান্ত গ্রহন করেছেন বলে জানা গেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি উপজেলার ৩৩টি সরকারী বিল ইজারা প্রদানের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করলে বিভিন্ন মৎস্যজীবি সমবায় সমিতি আবেদন করেন। উপজেলা জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯ অনুযায়ী যাচাই বাছাই ও সরেজমিনে তদন্তক্রমে তীরবর্তী/নিকটবর্তী/দূরবর্তী নির্ধারনক্রমে গঠিত ৩ সদস্য বিশিষ্ট কমিটি উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রতিবেদন পেশ করলে এর আলোকে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি গত ২৬ এপ্রিল ১৪২৪ বাংলা সন হতে ১৪২৬ বাংলা সনের জন্য গজারিয়া বিল(মুরাদপুর), আবরা বিল ও কালিয়ার ধাইর জলমহাল এই ৩টি বিল ইজারা প্রদান থেকে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহন করেন। বাকী ৩০টি বিলের মধ্যে দাশ খাল জলমহাল, গর্দনা বিল, আবরা বিল, কালিয়ার ধাইর জলমহাল, পারুয়া বিল, গাদলা বিল, বান্ডাবান্ডি বিল, হারু বিল বাগডুবি বলাইডুবি হাইড়াডুবি ও দিঘাবিল জলমহাল, বড় বিল ছোট বিল জলমহাল, আরুয়া বিল, তেলিকোপা বিল ও হুরুয়া বিল এই ১১টি বিলের জন্য ১টি করে আবেদন পড়লে তাদেরকে ইজারা প্রদান করে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি। বাকি ১৯টি বিলের মধ্যে হেলার ডুবি বিল, বলদি বিল, জতৈর বিল, পুনরাত বিল, দিঘালিয়া ও পৈতালিয়া বিল, রামপুরের ডালাসহ মোট ৮টি বিল অভিযোগের প্রেক্ষিতে হবিগঞ্জের জেলা প্রশাসক স্থগিত করেছেন। এছাড়া ধানুয়ার ডালা জলমহাল, হাল কর্ষার খাল, চাতল বিল, বড় বিল (গালিমপুর), ভাটি মাগুরিয়া ও কেল্লারামের দাইর, হিজলা বিল ও পটুয়া বিল এই ৭টি বিল অভিযোগের প্রেক্ষিতে পুনঃ তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক। এছাড়া হুরুয়া বিলসহ বাকী ৪টি বিল বিভিন্ন সমিতিকে ইজারা প্রদান করে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি।


     এই বিভাগের আরো খবর