,

চা-শ্রমিদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আওয়ামীলীগ সরকার কাজ করছে-এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ৭টি চাÑবাগানে মধ্যে আওয়ামীলীগ সরকারের বিশেষ বরাদ্দ দেওয়া, ঔষধ বিতরণ করেছেন এমপি কেয়া চৌধুরী। গত ১৪ই মে রবিরার দুপুরে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ ঔষধ বিতরণ করেন তিনি। এ সময় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার গ্রাম-গঞ্জ সহ সর্বত্র তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে ব্যাপকভাবে কর্মকান্ড পরিচালনা করছে। যার ফলে মানুষ উপকৃত হচ্ছে। তিনি বলেন, শুধু তাই নয় চা-শ্রমিদের স্বাস্থ্য সেবায় নিশ্চিত করতে আওয়ামীলীগ সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আমি নেত্রীর কাছে বাহুবল উপজেলার বৃন্দাবন, মধুপুর, আমতলী, ফয়জাবাদ, রশিদপুর, কামাইছড়া ও রামপুর চা-বাগানের অবহেলিত শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে ঔষধ দেওয়ার জন্য আবেদন করি। এতে বরাদ্দ পাই। বরাদ্দ সাপেক্ষে এসব চা-বাগানের শ্রমিকদের জন্য বিনামূল্যে ঔষধ বিতরণ করে যাচ্ছি। তিনি বলেন, বাহুবল একমাত্র উপজেলা যেখানে প্রতিমাসে বিনামূল্যে চা-শ্রমিকদের মধ্যে ঔষধ বিতরণ করছি। সাথে চা-শ্রমিকদের জন্য একটি এ্যাম্বুলেন্স বরাদ্দ রেখেছি। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরো কার্যকরী প্রদক্ষেপ নেওয়া হবে। এ সময় বাহুবল উপজেলা নির্বাহী কর্মকতা সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার ডাঃ আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ বাবুল কুমার দাস, প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর