,

জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহন : বিদ্যুৎ বিভ্রাট লাঘবে ৫ সদস্যের মনিটরিং টিম গঠন

স্টাফ রিপোর্টার ॥ “ঈদের দিন ডিজে বাজানো ও অশ্লীলতা বন্ধের নির্দেশ, শহরের যানজট নিরসনে অবৈধ টমটমের বিরুদ্ধে ও হাসপাতাল থেকে ফিল্মি স্টাইলে রেজিষ্ট্রি খাতা ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, রমজানের পবিত্রতা রক্ষায় কাজ করবে আইনশৃংখলা বাহিনী এবং মাদকের কুফল সম্পর্কে স্কুলের শিক্ষার্থীদের অবহিত করণের সিদ্ধান্ত গ্রহন” পবিত্র রমজান মাসকে সামনে রেখে জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলাজুড়ে বিদ্যুৎ বিভ্রাট লাঘবে ও ঝড় বৃষ্টি ছাড়া বিদ্যুৎচলে যাওয়ার বিষয়টি নিরসনে একটি ৫ সদস্য বিশিষ্ট মনিটরিং টিম গঠন করা হয়েছে। এছাড়াও ঈদের দিন শহরে ডিজে বাজানো ও উন্মাদনা সৃষ্টি করা যাবেনা, শহরের প্রধান সমস্যা যানজট নিরসনে অবৈধ টমটমের বিরুদ্ধে প্রশাসনের সহযোগীতায় ব্যবস্থা নিবে হবিগঞ্জ পৌরসভা, সদর হাসপাতাল থেকে ফিল্মি স্টাইলে রেজিষ্টারী খাতা ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, রমজানের পবিত্রতা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে আইনশৃংখলা বাহিনী এবং জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রনের লক্ষ্য শীঘ্রই বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সাথে আনুষ্ঠানিক আলোচনা করে এর কুফল তুলে ধরা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। গত রবিবার সকাল ১০টায় জেলা পরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃংখলা কমিটির সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, বাহুবল-নবীগঞ্জ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক শফিউল আলম, ৫৫ বিজিবির পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, লাখাই উপজেলা চেয়ারম্যান মুসফিউল আলম আজাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, হবিগঞ্জ, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, বিদ্যুৎউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী শামছ-ই-আরেফিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ তাওহীদুল ইসলামসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। সভায়, হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, বিদ্যুতের ভেল্কিবাজিতে শহরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। শহরে বিদ্যুতের লোডশেডিং লাঘবে একটি মনিটরিং টিম গঠন করা দরকার এবং শীঘ্রই একটি গ্রীড সাবষ্টেশন স্থাপন করতে হবে। জেলায় আইনশৃংখলা যদি নিয়ন্ত্রন না থাকে তাহলে সরকারের সকল উন্নয়ন বৃথা যাবে। যারা সদর হাসপাতাল থেকে রেজিস্ট্রি খাতা ছিনতাই করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শহরে ইভটিজিংকে কেন্দ্র করে দোকানপাট ভাংচুর ও বাসাবাড়ি ভেঙ্গে যারা আইনশৃংখলা বিঘিœত করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হউক। পরে জেলা প্রশাসক সাবিনা আলম নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জিএম মোঃ সোলায়মান মিয়া ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিনকে নিয়ে একটি মনিটরিং টিম গঠন করা হয়।


     এই বিভাগের আরো খবর