,

বানিয়াচঙ্গে মামলার বাদি ও স্বাক্ষীকে আসামীদের হুমকি

বানিয়াচং প্রতিনিধি ॥ নবীগঞ্জের পার্শ্ববর্তী বানিয়াচঙ্গ উপজেলার অঞ্জন দাশ নামের এক নিরীহ ব্যক্তি প্রভাবশালীদের বিরুদ্ধে আদালতে মামলা করে বিপাকে পড়েছেন। মামলা দায়েরের পর থেকে প্রভাবশালী আসামীরা মামলার বাদি ও স্বাক্ষীদেরকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। ফলে চরম নিরাপত্বাহীনতায় ভুগছেন নিরীহ অঞ্জন দাশ অভিযোগে জানাযায়, বানিয়াচঙ্গ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে গত ২৯ এপ্রিল শনিবার সকালে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরীহ অঞ্জন দাশের বাড়ি দখলের উদ্দ্যেশে পার্শ্ববর্তী দৌলতপুর গ্রামের ইদু মিয়ার পুত্র মোজাম্মিল হকের নেতৃত্বে একদল লোক তার বাড়িতে হামলা চালিয়ে তাদেরকে মারধোর করতে থাকে। তাদের হামলায় মহিলাসহ বেশ কয়েকজন আহত হয়। তাদের শুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। এর পর অঞ্জন দাশ স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিতে গেলে কর্তব্যরত এস আই তাকে ধমকে বিদায় করে দেন। পরে অঞ্জন দাশ হবিগঞ্জের দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক ফৌজদারী কার্যবিধির ১৫৬(৩) ধারার অধীনে মামলা এফআইআর করে ৩ দিনের মধ্যে তা আদালতকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন। বানিয়াচঙ্গ থানা পুলিশ মামলা এফআইআর করলেও কোন আসামীকে গ্রেফতার করছে না। মামলা দায়েরের খবর পেয়ে প্রভাবশালী আসামীরা নিরীহ অঞ্জন দাশ ও স্বাীদের মামলা তুলে নেয়ার হুমকি প্রদান করে যাচ্ছে। বিচারের আসায় আদালতে মামলা করলেও বর্তমানে চরম নিরাপত্বাহীনতায় আছেন নিরীহ অঞ্জন দাশ।


     এই বিভাগের আরো খবর