,

মায়েদের সচেতনতাই পারে সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে- তাজিনা সারোয়ার

স্টাফ রিপোর্টার ॥ মায়েদের সচেতনতাই পারে ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে। একজন মা সচেতন হলে গোটা পরিবার আলোকিত হয়ে যায়। তাই ভাল ফলাফলের পাশা পাশি সন্তানকে প্রকৃত মানুষ হতে হবে। এজন্য মায়েদেরকে এগিয়ে আসতে হবে। গতকাল সোমবার নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউপি’র ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ, মেধা পুরস্কার, শ্রেষ্ঠ মায়েদের পুরস্কার প্রদান ও মা সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার উপরোক্ত কথাগুলি বলেন। বিদ্যালয় পরিচালনায় কমিটির সহ-সভাপতি রঞ্জিত চৌধুরী পিকলুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, প্রক্লপ বাস্তবায়ক কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, সহ-শিক্ষা অফিসার মোঃ জামসেদুর রহমান, অজয় কুমার দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এস.এম.সির সদস্য ডাঃ নুরুল আমিন, মোঃ বদরুজ্জামান, শুক্লা চৌধুরী, অভিভাবক মোঃ সাহেব আলী, আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিয়াজুল করিম জানু, পিটিএ সদস্য ডাঃ কিরণ সূত্রধর, প্রধান শিক্ষক বিপুল দেব, গীতেন্দ্র কুমার দাশ, লিটন দেব নাথ, মিত্রা চৌধুরী, সম্পা নাথ, সহকারী শিক্ষক তপন পাল, অজন্তা বনিক, সুকেশ চন্দ্র শীল, রাশেদা বেগম, অর্পনা সরকার, লাভলী রানী দাশ, সাজ্জাদুল হক রুমেল প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোঃ এনামুল হক ও গীতা পাঠ করেন অনুপ কুমার দাশ। অনুষ্ঠানের পূর্বে জাতীয় সংগীত পরিবেশেনের মধ্যে দিয়ে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির ডিজিটাল বুকের শুভ উদ্বোধন করা হয়। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে স্লীপ্লের আওতায় মেধা পুরস্কার ও শ্রেষ্ঠ মায়েদের পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়ার প্রচেষ্টায় লন্ডন প্রবাসী বিশিষ্ঠ শিক্ষানুরাগী অলিমা মফিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ মহি উদ্দিন জায়েদের অর্থায়ানে ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণির ১৫০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে উন্নত মানের টিফিন বক্স প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর