,

গ্রাম-পুলিশের দাপ্তরিক কাজে সহায়তায় বাই সাইকেল দিলেন এমপি কেয়া চৌধুরী

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের ৭টি ইউনিয়নে গ্রাম-পুলিশের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে কাজ করছেন এমপি কেয়া চৌধুরী। তাই তিনি জননেত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে বরাদ্দ নিয়ে এসেছেন। এ বরাদ্দে ক্রয় করা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের ৩ জন গ্রাম পুলিশের মাঝে একটি করে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মহিলা আসনের এমপি কেয়া চৌধুরী সরাসরি গ্রাম পুলিশের হাতে সাইকেলগুলো তুলে দেন। এসব বিতরণকালে এমপি কেয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা সরকার সারাদেশে ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম-পুলিশ সদস্যকে ৪র্থ শ্রেণির সমান স্কেল দেওয়া সহ তাদের উন্নয়নে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে বেতন বৃদ্ধির কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছেন। বাংলাদেশ গ্রাম-পুলিশ গ্রামীণ জনপদে সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ের কাজ করে। সে কারণে বাংলাদেশ গ্রাম-পুলিশ সদস্যদের দাপ্তরিক কাজে অনেক বেশি দৌড়াদৌরি করতে হয়। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষায় ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে এ সকল দায়িত্ব পালনে তাদের আলাদা কোন যাতায়াত ভাতা থাকেনা। যা বাংলাদেশ গ্রাম-পুলিশ সদস্যকে দাপ্তরিক কাজে দায়িত্ব পালনে ব্যাহত করে। এ কারণেই আমি সরকারী বরাদ্দ থেকে প্রতিবারই সিলেট-হবিগঞ্জের বিভিন্ন ইউনিয়নে গ্রাম-পুলিশ সদস্যদের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য বাই-সাইকেল প্রদান করছি। এবার বাহুবল উপজেলার প্রতিটি ইউনিয়র পরিষদে কর্মরত বাংলাদেশ গ্রাম-পুলিশ সদস্যদের বাই সাইকেল প্রদান করতে পেরে আনন্দ লাগছে। প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, গ্রামীণ সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ও সরকারী সেবা গরীব মানুষের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ গ্রাম-পুলিশ সদস্যরা দিন-রাত পরিশ্রম করেন। এ কারণেই আমি জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তাদের মাঝে বাইসাইকেল প্রদান করে যাচ্ছি। বাহুবল মডেল থানা প্রাঙ্গণে উক্ত বাই-সাইকেল প্রদান অনুষ্ঠানে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার ডাঃ আবুল হোসেন, ডেপুটি কামান্ডার মোঃ নূর মিয়া, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকতা ডাঃ বাবুল কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ কুটি, প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম নূর, কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক আসকর আলী, পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী সামছু মিয়া সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইতিপূর্বে এমপি কেয়া চৌধুরী বরাদ্দ দিয়ে জেলার নবীগঞ্জের ১৩ ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করেছেন। এছাড়া সিলেটের বিভিন্ন ইউনিয়নেও বাইসাইকেল বিতরণ করেছেন তিনি। বাইসাইকেলগুলো পাওয়ায়, এসব ইউনিয়নে গ্রাম-পুলিশের কার্যক্রম পরিচালনায় বিরাট সহায়ক হয়েছে।


     এই বিভাগের আরো খবর