,

হবিগঞ্জে ভুল চিকিৎসায় সপ্তম শ্রেণীর ছাত্রের মৃত্যুর অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুরাবই গ্রামে ভুল চিকিৎসায় আকাশ মিয়া (১৩) নামের সপ্তম শ্রেণীর এক ছাত্রের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আকাশ মিয়া নূরপুর ইউনিয়নের সুরাবই (মোকামবাড়ি) গ্রামের ফজলু মিয়ার পুত্র। পরিবার সুত্রে জানা যায়, ২০দিন আগে দাঁতের ব্যাথার জন্য সুতাং বাজারের ব্রীজ সংলগ্ন ডাক্তার বিলাল হোসেনের কাছে নিয়ে যাওয়া হয়। তখন বিলাল ডাক্তার দাঁত দেখে ফেলে দেয়ার জন্য বলেন এবং দাঁত ফেলে দেন। তখন থেকেই উঠানো দাঁতের জায়গা থেকে প্রচন্ড রক্তপাত শুরু হয়। পরের দিনও যখন রক্ত পড়া বন্ধ হচ্ছে না তখন আকাশের পিতা হবিগঞ্জে এক দাঁতের ডাক্তারের কাছে আকাশকে নিয়ে যান। হবিগঞ্জের ডাক্তার আকাশ মিয়াকে সিলেট প্রেরণ করেন। সিলেট রাগিব আলী হাসপাতালে ৪/৫ দিন থাকার পর কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ৩ দিন থাকার পর গত সোমবার বাড়িতে এলে গতকাল মঙ্গলবার ভোর ৪টায় আকাশ মারা যায়। স্থানীয় লোকজন জানান, সুতাং শাহজীবাজারে হাতুড়ি ডাক্তারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এদের অপচিকিৎসা ও ভুল প্রেসক্রিপশনে মৃত্যুর সংখ্যা ও দিনদিন বাড়তে শুরু করেছে। এ নিয়ে রোগীরা চিকিৎসা বা চিকিৎসালয়ের উপর আস্থা হারিয়ে ফেলছেন। এ ব্যাপারে রডাক্তার বিলাল বলেন, আমি আকাশের দাঁত ফেলিনি, তাকে কয়েকটা ব্যথার ঔষধ দিয়ে বলছি হবিগঞ্জে যাওয়ার জন্য। আকাশের পিতার অভিযোগের প্রেক্ষিতে শায়েস্তাগঞ্জ থানার এসআই আমিনুল ইসলামসহ একদল পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


     এই বিভাগের আরো খবর