,

আতিক-শংকরমুক্ত জাতীয় পার্টির দাবীতে হবিগঞ্জে পরামর্শ সভা

প্রেস বিজ্ঞপ্তি \ নিস্ক্রিয় হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির কার্যক্রমকে গতিশীল করার লক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির যুগ্ম আহŸায়ক প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুলের সভাপতিত্বে ও জেলা যুব সংহতির সভাপতি কাজল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সমন্বয়কারী এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা জাতীয় সভাপতি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান, চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি তাজুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি তাজউদ্দিন বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, মীর জিয়াউল হক জিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিবলী খায়ের, বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সভাপতি মকসুদুজ্জামান খান, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আকম উস্তার তালুকদার, চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মহিদ আহমেদ চৌধুরী, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক অলিউর রহমান সোহাগ। সভায় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান শাহজাহান খান, মোঃ ফরিদ মিয়া, নিজাম উদ্দিন সানু, ফুল মিয়া পাঠান, নুরুল হক তুহিন, রাবেয়া খাতুন, লিজা আক্তার, মোঃ আফরোজ মিয়া, মাসুক আহমেদ, মিলাদ হোসেন সুমন, আব্দুল হাই, হেলাল মিয়া, শাহিন মিয়া, সোহানুর রহমান দুলাল, কুতুব আলী, জাহেদুল ইসলাম জাহেদ, রঞ্জু দেব, কাহার মিয়া, শেখ সুহেল, নিউটন সুত্রধর, নুর মিয়া, সানু মিয়া, আউলাদ মিয়া, সেলিম মিয়া প্রমুখ। সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উদ্দেশে বক্তারা বলেন, আমরা আতিক-শংকরমুক্ত জাতীয় পার্টি চাই। ওরা পার্টির ডিগবাজ নেতা। ওরা পার্টিকে সু-সংগঠিত করতে হবিগঞ্জে কোন কার্যক্রম করছে না। একটি পকেট কমিটি করে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টিকে ধ্বংসের পায়তারা করছে। ওরা জাতীয় পার্টির নাম ব্যবহার করে আগামী নির্বাচনে কোন সুবিধা করতে না পারলে আবারো পার্টি ছেড়ে চলে যাবেন। যা গত নির্বাচনের পর করেছিলেন। তাই এই ডিগবাজ নেতাদের কাছ থেকে জাতীয় পার্টিকে রক্ষা করতে হবে। অন্যতায় হবিগঞ্জে জাতীয় পার্টির অস্তিত্ব সংকটে পড়বে।


     এই বিভাগের আরো খবর