,

মৌলভীবাজারে ছিনতাইকালে ইনাতগঞ্জের যুবক আটক গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ

স্টাফ রিপোর্টার \ মৌলভীবাজার জেলা বারের ১নং ভবনের ভিতরে সিনিয়র আইনজীবির টাকা ছিনতাইকালে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত দেড় লাখ টাকা উদ্ধার করা হয়। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারী নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকার হুসমত আলীর পুত্র। তার নাম আলেক মিয়া (২০)। সিনিয়র আইনজীবি এডভোকেট মোহাইমিন চৌধুরী সেফাক নিজ বাসা থেকে কোর্ট রোডে অবস্থিত জেলা বারের ১নং ভবনে নিজ চেয়ারে বসা অবস্থায় ওই ছিনতাইকারী আইনজীবির প্যান্টের পকেট থেকে দেড় লাখ টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে হাত দিলে তাতে অন্য আইনজীবিরা দেখে ফেলেন। এ সময় ঐ ছিনতাইকারীকে টাকাসহ আটক করে গণধোলাই দেন আইনজীবিরা। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ছিনতাইকারীকে আটক করে থানা নিয়ে যায়। মৌলভীবাজার মডেল থানায় কর্মরত ডিউটি অফিসার এসআই বজলু ছিনতাইকারীকে আটকের সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় থানায় এখনও মামলা দায়ের করা হয়নি।


     এই বিভাগের আরো খবর