,

বাহুবলের ওসি অপসারণে আ’লীগের সভা- পুলিশ সুপারের অনুরোধে ১৫দিনের জন্য আন্দোলন স্থগিত

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা আওয়ামীলীগের এক জরুরী সভায় পুলিশ সুপারের অনুরোধে ১৫ দিনের জন্য ওসি অপসারণ আন্দোলন স্থগিত করা হয়েছে। এ সময়ে উপজেলা আইন-শৃঙ্খলা সভায় অংশগ্রহণ না করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক বশির আহমদ, সোহেল আহমদ কুটি ও আব্দুল কদ্দুছ, স্নানঘাট ইউনিয়ন সভাপতি সুফি মিয়া খান, সাধারণ সম্পাদক মোস্তফা চৌধুরী, পুটিজুরী ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন তারা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়া, জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদ, স্নানঘাট ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, বাহুবল সদর ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সাতকাপন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র পাল, বাহুবল ইউনিয়ন সভাপতি ডা. বেনু দেব, সাধারণ সম্পাদক এখলাছ মিয়া, লামাতাসী ইউনিয়ন সভাপতি লুৎফুর রহমান ফুল মিয়া, মিরপুর ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক জিতু মিয়া, ভাদেশ্বর ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির, সাধারণ সম্পাদক আফতাব মিয়া, উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক ইলিয়াছ আখঞ্জি, কৃষকলীগ সভাপতি মখলিছুর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক তারা মিয়া, সহ-সভাপতি আব্দুল জলিল, সদস্য বদরুল আলম, হুমায়ূন রশিদ জাবেদ, ওলামালীগ সভাপতি মৌঃ শফিকুর রহমান, তরুনলীগ সভাপতি আঃ মজিদ তালুকদার, সাধারণ সম্পাদক আয়াত আলী, ছাত্রলীগ সভাপতি জুনেদ আহমদ ও সুজন আহমেদ প্রমুখ। সভায় সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই জানান, ওসি অপসারণের ৩ দিনের আল্টিমেটামের প্রতি সম্মান দেখিয়ে এসপি আমার সাথে যোগাযোগ করে ১৫ দিনের সময় চেয়েছেন। এ প্রস্তাবের আলোকে এসপির প্রতি সম্মান দেখিয়ে আন্দোলন স্থগিত করা হয়। ওসি প্রত্যাহার না হওয়া পর্যন্ত বাহুবল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মিটিং-এ উপজেলার কোন চেয়ারম্যান অংশগ্রহণ করবেন না। এসপি সাহেব তার কথা না রাখলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।


     এই বিভাগের আরো খবর