,

আউশকান্দিতে পূর্ব শক্রতার জের ধরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২০ মার্চ শনিবার দৈনিক জনতার এক্সপ্রেস, দৈনিক হবিগঞ্জ সময়, দৈনিক বিবিয়ানাসহ বিভিন্ন পত্রিকায় আউশকান্দিতে পূর্ব শক্রতার জের ধরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা সহ ভিন্ন ভিন্ন শিরোনামে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে ওই সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়েছে। সংবাদে উলে­খ করা হয়েছে, উমরপুর গ্রামের মৃত- হাজ্বী সুজন আলীর পুত্র শায়েক আলী ও একই গ্রামের আবিদ আলীর সাথে বাড়ীর সীমানা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে তার উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। ওই সংবাদটি সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর বটে। প্রকৃত ঘটনা হল, গত শুক্রবার জুম্মার নামাযে আমাদের গ্রামের মুরুব্বিয়ানগণ সকলে মিলে সর্ব সম্মিতিক্রমে কালাম মিয়াকে মসজিদের মোতাওয়াল­ী করার জন্য প্রস্তাব দিলে সবাই ওই সিদ্ধান্তকে সমর্থন করেন। কিন্তু দুঃখের বিষয় হঠাৎ করে তরাজ আলী, সকু, প্রর্তাব, আকবরসহ জামায়াত সমর্থিত ৮/১০ সন্ত্রাসী মসজিদের ভিতরে ডুকে আমার ছেলে বুলবুল মিয়া, আমি বীর মুক্তিযোদ্ধা শাহ আবিদ আলী, ছোটন মিয়া, শাহ ফিরোজ মিয়া, সৈয়দ মিয়ার উপর সন্ত্রসী হামলা চালায়। তখন আমরা গুরুতর আহত হই। পরে এলাকার স্থানীয় লোকজন আমাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সৈয়দ মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ও ফিরোজ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে এবং আমাকে ঢাকা ক্যান্টনমেন্ট সিএমএর হাসপাতালে প্রেরণ করেন। প্রকৃত ঘটনাকে আড়াল করে সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে। তাই সংগত কারণে আমি ওই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

প্রতিবাদকারী
বীর মুক্তিযোদ্ধা শাহ্ আবিদ আলী
উমরপুর, ৫নং আউশকান্দি ইউপি।
নবীগঞ্জ, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর