,

নবীগঞ্জের ১ ও ২নং ইউনিয়নবাসীকে জননেত্রী শেখ হাসিনা’র বিদ্যুৎ উপহার দিলেন এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ১-২নং ইউনিয়নের হলিমপুর গ্রাম। এ গ্রামে লোকজন বিদ্যুৎ বঞ্চিত ছিল। বিষয়টি নজরে আসে এমপি কেয়া চৌধুরী’র। পরিদর্শন করে এ গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য তিনি বরাদ্দ দেন। এ বরাদ্দে গ্রামটিতে ১ কোটি ৮ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে লাইন নির্মাণ করে ৪৬২টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। অপরদিকে একই উপজেলার ২নং ইউনিয়নের রামপুর ও শৈলা গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগের জন্য এমপি কেয়া চৌধুরী’র বরাদ্দ দেন। এ বরাদ্দের ৩ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে লাইন নির্মাণ করে ১১০৮ টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। এতে মোট প্রায় ৪কোটি ২৬ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে তিন গ্রামের ১৫৭০ পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বিকেলে আওয়ামী পরিবারের নেতাকর্মীসহ তৃণমূল লোকজনকে সাথে নিয়ে তিনি এসব বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, উপজেলার ১নং ইউনিয়নের হলিমপুরবাসী বিদ্যুৎ বঞ্চিত ছিল। আমি জননেত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে বরাদ্দ নিয়ে আসি। বরাদ্দক্রমে লাইন নির্মাণের মাধ্যমে হলিমপুরের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। তিনি বলেন, এমনইভাবে ২নং ইউনিয়নের গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। সর্বশেষ রামপুর ও শৈলা গ্রামের ঘরে ঘরে সংযোগ দিয়ে এ ইউনিয়নকে প্রায় শতভাগ বিদ্যুতের আওতায় নিয়ে এসেছি। তিনি বলেন, স্বাধীনতার ৪৭ বছর পর হলেও আমি জননেত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে পেরেছি। এতে ভাল লাগছে। তিনি বলেন, কাউকে বিদ্যুৎ বঞ্চিত থাকতে হবে না। আমি একের পর এক বরাদ্দ নিয়ে আসছি। তাই বলছি বঞ্জিত সবার ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিতে কাজ করছি। এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন সোবা, সাবেক চেয়ারম্যান মেহের আলী মহালদার, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বশির উদ্দিন, আওয়ামীলীগ সভাপতি জালাল উদ্দীন, যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা আফছর উল্লাহ প্রমুখ। এসময় মুরুব্বী, আওয়ামী পরিবারের নেতাকর্মী ও শত শত গ্রামবাসী উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর