,

হবিগঞ্জ পৌরসভায় টিএলসিসি সদস্যদের সাথে প্রাক-বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে টিএলসিসি সদস্যদের সাথে প্রাক-বাজেট মতবিনিময় সভা। মেয়র আলহাজ্ব জি, কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হবিগঞ্জ পৌরসভায় নাগরিক সেবার মান আরো বৃদ্ধিকল্পে আগামী ২০১৭-২০১৮ইং অর্থবছরের জন্য একটি গনমুখী বাজেট প্রণয়নের ব্যাপারে আলোচনা হয়। টিএলসিসি’র সদস্যগন হবিগঞ্জ পৌরসভার নানা সমস্যার কথা তুলে ধরেন। সকল সমস্যা সমাধানকল্পে বাজেটে অর্থ বরাদ্দ রাখার ব্যাপারে বক্তাগন তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ড গতিশীল করতে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। নাগরিকদের গুরুত্বপূর্ন মতামত ও পরামর্শের ভিত্তিতে নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করে নাগরিক সেবার মান আরো উন্নত করে তোলা হবে। সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোঃ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, দীলিপ দাস, পিয়ারা বেগম, অর্পনা বালা পাল, টিএলসিসির সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রফেসার মোঃ ইকরামূল ওয়াদুদ, এমদাদুর রহমান বাবুল, এস এম বজলুর রহমান, মোঃ আলমগীর খান, ডাঃ অসিত রঞ্জন দাস, মোঃ হিরাজ মিয়া, মোঃ আব্দুল মোতালিব মমরাজ, মোঃ আরব আলী, মতিলাল দাশ, রেবা চৌধুরী, ফনী ভুষন দাস, মুকুল আচার্যী, জেসমিন আক্তার, আইরিন আক্তার, জলি দেব ও শান্তি রানী দাস এবং পৌরসভার সচিব মোঃ নূরে আলম সিদ্দিকী।


     এই বিভাগের আরো খবর