,

কুর্শি ইউনিয়নে পূজা উদযাপনের পকেট কমিটি গঠন নিয়ে ওই ইউনিয়নের হিন্দু জনসাধারনের প্রতিবাদ

নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউপি’র পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন নিয়ে কয়েকটি গ্রামের হিন্দু জনসাধারনের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। পূজা উদযাপন উপজেলা কমিটির নেতৃবৃন্দের প্রছন্দের প্রার্থীদের দিয়ে পকেট কমিটি গঠন করায় সাধারণ মানুষের মাঝে এনিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এনিয়ে বেশ কয়েকটি গ্রামের লোকজনের উপস্থিতিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সূত্রে জানা যায়, ৬নং কুর্শি ইউনিয়ন পূজা উদযাপন কমিটি গঠনের লক্ষ্যে গত ২৬ মে শুক্রবার দুপুরে বাংলা বাজারস্থ জাহানারা ফ্রি ক্যাডেট স্কুলে এক সভা অনুষ্ঠিত হয়। ভুবিরবাক, হালিতলা, সমরগাঁও, রতনপুর, ফুটারমাটিসহ বেশ কয়েকটি গ্রামের অনেক হিন্দু জনসাধারণ ওই সভায় অংশগ্রহন না করলেও পুজা উদযাপন উপজেলা কমিটির নেতৃবৃন্দ তাদের পছন্দের লোকজনদের দিয়ে পকেট কমিটি পত্রিকায় প্রকাশ করে। এমন হাস্যকর কমিটি দেখে অনেকেই হতবাক হয়েছেন। এনিয়ে উল্লেখিত গ্রামের লোকজনের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করেছে। এর প্রতিবাদে গত ২৮ মে রবিবার বাবু রথিশ সূত্রধরের বাড়ীতে উল্লেখিত গ্রামের লোকজন মিলিত হয়ে প্রতিবাদ সভা করেন। বাবু নান্টু আচার্য্যরে সভাপতিত্বে প্রতিবাদ সভায় আলেচনা করেন, গোপাল সূত্রধ (ঝরন) চকন দাশ, ডাঃ অমলেন্দু সূত্রধর, সুরঞ্জন সূত্রধর, গিরিন্দ্র দাশ, বিদ্যা ভূষন দাশ, শ্রীবাস পাল মেম্বার, সুশিতল কুমার রায়, হরিপদ রায়, জগদীশ সূত্রধর, পলাশ দাশ, অজিদ সূত্রধর, অরবিন্দু সূত্রধর, লিটন দাশ, সতিশ দাশ, মঙ্গল রায়, বলাই রায়, নারায়ন দেব নাথ, উত্তম কুমার দাশ, রতিশ সূত্রধর, অজিদ পাল, নকোল ঘোপ, প্রানেশ সূত্রধর, শিতু দাশ, বিপুল দাশ, জগদীশ সূত্রধর, অরুনা সূত্রধর, জীতেশ সূত্রধর, কিরন সূত্রধর, ক্ষিতেন সূত্রধর, অর্ধিত সূত্রধর, জয়েশ দাশ, পরিমল দাশ, জান্ট সূত্রধর, ক্ষিতেশ সূত্রধর, অধির সূত্রধর, বিদ্যুৎ রায়, নারায়ন দাশ, বিধান ভূষন দাশ, সমর দাশ, সাম্পদ দাশ, সুরঞ্জন সূত্রধর, অবনি সূত্রধর, নিরঞ্জন সূত্রধর, সধাংশু সূত্রধর প্রমুখ। বক্তারা বলেন, ৬নং কুর্শি ইউনিয়নে মোট ৪টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। তার মধ্যে ৩টি পূজা মন্ডপের নেতৃবৃন্দকে অনুপস্থিত রেখে পূজা উদযাপন উপজেলা কমিটির নেতৃবৃন্দ তাদের পছন্দের লোকজনকে নিয়ে মনগড়া ইউনিয়ন পকেট কমিটি গঠন করেন। যা হাস্যকর বটে। তাই অবিলম্বে গঠিত মনগড়া কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের জন্য হবিগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের পদক্ষেপ কামনা করেছেন ওই ইউনিয়নের কয়েকটি গ্রামের জনসাধারন। গ্রামবাসীর পক্ষে, সুরঞ্জন সূত্রধর, বিদ্যা ভূষন দাস, গোপাল সূত্রধর, অজিদ সূত্রধর, পলাশ সূত্রধর, অরবিন্দু সূত্রধর।


     এই বিভাগের আরো খবর