,

অকাল বন্যার প্রভাব পড়েছে হবিগঞ্জের ঈদ মার্কেটে

জুয়েল চৌধুরী ॥ অকাল বন্যার প্রভাব পড়েছে হবিগঞ্জের ঈদ মার্কেটে। প্রবাসের স্বজনকে ঈদ উপহার পাঠাতে অন্যান্য বছর রোজার শুরুতে ঈদ মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও এবার ব্যতিক্রম। জনপ্রিয় শপিং মলগুলোতেও তেমন একটা দেখা মিলছে না ক্রেতার। ব্যবসায়ীরা জানান, অকাল বন্যার কারণে এ অবস্থা হয়েছে। আর এবার ছুটি না থাকায় প্রবাসীরাও আসেনি দেশে। হবিগঞ্জ শহরে রয়েছে জনপ্রিয় সব শপিং মল। এ মলগুলোতে যেমন ভিন্ন ডিজাইনের পোশাক পাওয়া যায় সেই সাথে দামও সব ধরনের ক্রেতার উপযোগী। যদিও ব্যবসায়ীরা দেশি পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকে সাজিয়েছেন দোকানগুলো। কিন্তু তাতে ক্রেতাদের তেমন একটা নজর নেই। দোকানগুলো অনেকটাই ক্রেতা শূন্য। তবে, যে ক’জন ক্রেতা পাওয়া গেছে তারা এসেছেন ডিজাইন পছন্দ করতে। পছন্দ হলে কেউ কেউ কিনেও নিচ্ছেন। অবশ্য দাম নিয়ে তেমন অভিযোগ নেই কারো। বিক্রেতারা জানান, সব ধরনের পর্যায়ের মানুষের জন্য ভিন্ন দামের পোশাক রেখেছেন তারা। সিলেটের সাথে মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার দূরত্ব কম থাকায় সেখানকার ক্রেতারাও মনের মতো পোশাক কিনতে বিভাগীয় শহরে ভিড় করেন অন্যান্য বছরের মতো।


     এই বিভাগের আরো খবর