,

সরকার দরিদ্র জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৭নং নূরপুর ও ৬নং রাজিউড়া ইউনিয়নে গরীব ও দুঃস্থদের মধ্যে ভিজিডি এবং ভিজিএফ’র চাউল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টার দিকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এ চাল ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন। উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার দরিদ্র জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিনামূল্যে লেখাপড়ার সুযোগ করে দিয়েছে। তাই সকলের উচিত তাদের সন্তানদের স্কুলে পাঠানো। বিনামূল্যে লেখাপড়া করার সুযোগ সৃষ্টি করা ছাড়াও বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ নানা কর্মসূচি পালনের ফলে দেশে দরিদ্র মানুষের সেবা নিশ্চিত হয়েছে। নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল এর সভাপত্বিতে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিজন কুমার সিংহ, রািজউড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামূল হক শেখ কামাল, রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, আওয়ামী লীগ নেতা জলফু মিয়া, ইসহাক আলী সেবন, মাহবুবুর রহমান দিলু, ফরিদ মিয়াসহ ইউনিয়নের সকল সদস্যবৃন্দ এবং স্থানীয় লোকজন।


     এই বিভাগের আরো খবর