,

বাহুবলে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্মেলনকে কেন্দ্র করে দু-গ্র“পের দ্বন্ধ চরমে

জসিম উদ্দিন ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বাহুবল উপজেলা শাখার দ’ুগ্র“পের দ্বন্ধের অবসান না হয়ে আরো চরম আকার ধারণ করেছে। উভয় পক্ষই একে অপরের প্রতি অভিযোগ আনয়ন করে চলছেই। দ্বন্ধের সাম্প্রতিক কারণ সমূহের মাঝে রয়েছে গত ২৬ মে আহবায়ক কমিটির সদস্য সচিব অভিজিৎ ভট্টাচার্য্যকে দায়িত্ব থেকে অব্যাহিত প্রদান করেন আহবায়ক কমিটির আহবায়ক নিহার রঞ্জন দেবসহ কয়েক নেতা। তার অব্যাহতির পর পরই পরবর্তী সদস্য সচিব করা হয় বাবু নিশিকান্ত গোপকে। অভিজিতকে অব্যাহতি দেয়াকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে সপ্তাহ ধরে। এই অব্যাহতিকে অনেকেই এখতিয়ার বহির্ভূত ও বিধি পরিপন্থি বলে আখ্যায়িত করেন সংগঠনের দায়িত্বশীল পর্যায়ের নেতারা। উপজেলা কমিটির আহবায়ক নিহার রঞ্জণ দেব তার কয়েক অনুসারীদের মতে আমরা অভিজিতকে অব্যাহতি দিয়েছি সংগঠনের স্বার্থে এবং যথাযথ জেলা কমিটি অনুমোদনও করেছেন। এদিকে নিশিকান্ত গোপকে নতুন সদস্য সচিব নিযুক্ত করে তিনি আগামী ৯ জুন অনুষ্ঠিতব্য ত্রি বার্ষিক সম্মেলনের আমন্ত্রণপত্রও বিতরণ করে যাচ্ছেন। এই চিঠি পেয়েই উভয় পক্ষ আরো কঠোর হচেছন। সম্মেলনে অনেকেই যাচ্ছেন না বলে সাফ জানিয়ে দিচেছন। এমনকি সম্মেলন প্রতিহত করতে একটি গ্র“প এগোচ্ছেন বলে সংশিষ্টদের সাথে আলাপ করে জানা যায়। এ ব্যাপারে অব্যাহতি প্রাপ্ত সদস্য সচিব অভিজিৎ ভট্টাচার্য্য বলেন, যেহেতু আমাকে সদস্য সচিবের পদ থেকে অব্যাহতি উপজেলা কমিটি দিতে পারেনা। সেহেতু আমি সদস্য সচিব আছি এবং থাকব। ৯ জুনের সম্মেলনের ব্যাপারে অভিজিত বলেন, ইহা কিভাবে সম্ভব? অবৈধ পন্থায় সম্মেলন কিভাবে হতে পারে? এ ব্যাপারে জেলা কমিটির সভাপতি অহিন্দ্র দত্ত চৌধুরী বলেন অভিজিতের অব্যাহতির ব্যাপারে আমরা এখনো অনুমোদন দেয়নি বা কোন সিদ্ধান্ত দেইনি। এ ব্যাপারে সুরাহা হবে। সুরাহা হওয়ার আগেই নিশিকান্ত গোপকে পরবর্তী সদস্য সচিব নিযুক্তির ব্যাপারে তিনি বলেন বিষয়টি আমি খতিয়ে দেখব এবং আগামীকাল (আজ মঙ্গলবার) আমরা সিদ্ধান্ত জানাবো। সংগঠনের চলমান অবস্থার ব্যাপারে সংগঠনের সাতকাপন ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার আচার্য্য জানান. অভিজিতের অব্যাহতি দেয়া বিধিসম্মত হয়নি। সুতরাং এমতাবস্থায় অন্য কেউ সদস্য সচিব হলে তা বিধিবহির্ভূত এবং অবৈধ। আমরা অবৈধ পন্থায় আয়োজিত সম্মেলনে কিভাবে যাব?


     এই বিভাগের আরো খবর