,

শাহ তাজ উদ্দিন কিন্ডার স্কুলের পরিচালক ইছমত আহমেদের পিতা আর নেই

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোশিয়েশনের নবীগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি ও নবীগঞ্জ উপজেলার চৌধুরী বাজারস্থ শাহ তাজ উদ্দিন কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মোঃ ইছমত আহমেদের পিতা, বাউসা ইউনিয়নের ইনামবাঔ গ্রামের বিশিষ্ঠ মুরুব্বি মোঃ ওয়াজীব উল্লার (৭৫) এর দাফন সম্পন্ন হয?েছে। তিনি দীর্ঘ দিন যাবত বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। গতকাল সোমবার দুপুর ১২/৩০ মিনিটের সময? নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃতকালে তিনি, স্ত্রী, ৬ পুত্র ১ কন্যা সন্তান নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয? স্বজন রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব শাহ তাজ উদ্দিন কোরেশী (রহঃ) ঈদগাহ ময?দানে মরহুমের বিশাল জানাযার নামাজ অনুষ্ঠিত হয?েছে। জানাযার নামাজের পূর্বে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন তার প্রথম পুত্র মোঃ ইছমত আহমেদ।হাজারো মানুষের অংশগ্রহনে বিশাল এ জানাযার নামাজে ইমামতি করেনন শাহ মোত্তাবীর হোসেন পীর সাহেব। জানাযায় অংশ নেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু, বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির ১৩নং এলাকার পরিচালক শফিকুর রহমান শফিক, প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, উপজেলা আওয?ামীলীগের দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইয়ার মিয়া, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, ইউপি সদস্য আল-হেলাল আহমেদ, মোঃ ফিরোজ মিয়া, সাবেক মেম্বার সাদিকুর রহমান শিশু, দৈনিক হবিগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার ও বাউসা যুব সংঘের সভাপতি আলী হাছান লিটন, গোপলা বাজার কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মদরিছ মিয়া, উপজেলার সামাজিক সংগঠন প্রত্যাশার সভাপতি এইচ এম মাসুদ বিন নুর, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক মাহী চৌধুরী, শাহরুহেল আহমেদ, মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান জুয়েল, জাকির আহমেদ, বাউসা যুব সংঘের উপদেষ্টা বাছিতুর রহমান চৌধুরী, বাউসা ইউপি আয়ান ক্যাবল টিভি নেটওয়ার্কের পরিচালক মনসুর আহমেদ চৌধুরী, আলমগীর আহমেদ, বাউসা যুব সংঘের সাংগঠনিক সম্পাদক মোঃ লিংকন আহমেদসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, সুশীল সমাজ, সাংবাদিক, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয?েছে। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলি।


     এই বিভাগের আরো খবর