,

ধর্মীয় প্রতিষ্ঠান ও অস্বচ্ছল ব্যক্তিদের উন্নয়নে ১ লক্ষ ৮০ হাজার বরাদ্দ দিলেন এমপি কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ জেলার নবীগঞ্জ, বাহুবল ও হবিগঞ্জ সদর উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠান ও অস্বচ্ছল ব্যক্তিদের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সরকারের ধর্ম মন্ত্রণালয় থেকে ১ লাখ ৮০ হাজার আর্থিক অনুদান নিয়ে এসেছেন এমপি কেয়া চৌধুরী। প্রাপ্তবরাদ্দ সমুহ হলো- নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ বৈরবতলী শ্মশানঘাট উন্নয়নে ৫০ হাজার টাকা, বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসা উন্নয়নে ৫০ হাজার টাকা, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের শাহজালাল উদ্দীন বুখারী (রাঃ) মাজার ও কবরস্থান উন্নয়নে ৩০ হাজার টাকা, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়ার বাসিন্দা মোঃ আলমকে আর্থিক সহযোগিতা বাবদ ২৫ হাজার টাকা, নবীগঞ্জ উপজেলার গজনাইপুরের বাসিন্দা মোঃ এবাদ মিয়াকে আর্থিক সহযোগিতা বাবদ ২৫ হাজার টাকা। এ প্রসঙ্গে আইন বিচার ও সংসদীয় স্থায়ী কমিটি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার তৃণমূল জনগণের মুখে হাসি দেখতে চায়। এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, নেত্রীর কাছ থেকে ধর্মীয় প্রতিষ্ঠান ও অস্বচ্ছল ব্যক্তিদের উন্নয়নের ১ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ নিয়ে এসেছি। সঠিকভাবে এসব বরাদ্দ বন্টন করে দিয়েছি।


     এই বিভাগের আরো খবর