,

আবারো এমপি হয়ে চমক দেখাবেন রুশনারা আলী

আনোয়ার হোসেন মিঠু ॥ বৃটেনের জাতীয় নির্বাচনে বেথনালগ্রিন ও বো আসনে সবদিক দিয়ে এগিয়ে রয়েছেন বর্তমান এমপি রুশনারা আলী। টাওয়ার হ্যামলেটস এর এ আসনটিতে বাঙালি ও মুসলিম ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য। তাদের সবার পছন্দ লেবার দলের প্রার্থী রুশনারা আলী। এছাড়া জনপ্রিয়তার দিক থেকে লন্ডনে সবসময় লেবার দল এগিয়ে কনজারভেটিভের চেয়ে। রুশনারা আলী বর্তমানে এ আসনের এমপি। এদিক দিয়েও তিনি সুবিধাজনক অবস্থানে রয়েছেন। আর কনজারভেটিভ থেকে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইনজীবী চার্লে ক্রিরিসো। নতুন হওয়ায় তার অবস্থান সুবিধাজনক অবস্থায় নেই বলে মনে করছেন এ এলাকার ভোটাররা। এ এলাকার ভোটারদের প্রথম পছন্দ লেবার দলের নেতা জেরেমি করবিন। আর রুশনারা আলী বাঙালি ও মুসলিম এবং বর্তমান এমপি হওয়ায় তার অবস্থান খুবই ভালো। বসে নেই কনজারভেটিভ প্রার্থীও। উভয়ে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। নির্বাচনী আমেজ বাঙালি পাড়ায়ও দেখা যাচ্ছে। লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকা বাঙালি পাড়া হিসেবে খ্যাত। ২০১১ইং সালের আদমশুমারি অনুসারে বেথনালগ্রিন অ্যান্ড বো নির্বাচনী এলাকার বাসিন্দাদের শতকরা ৪১.৯ বৃটিশ এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ এথনিক কমিউনিটি বাংলাদেশি। বাঙালী ভোটারদের সংখ্যা সেখানে শতকরা ৩৩.৬ ভাগ। বিশ্লেষকরা মনে করছেন, বাঙালী ও মুসলিম ভোট একচেটিয়াভাবে পাবেন রুশনারা আলী। ২০১০ইং সালে রুশনারা আলী বৃটিশ পার্লামেন্টে প্রথম বাঙালী এমপি হিসেবে নির্বাচিত হন এ আসন থেকে। ২০১৫ইং সালের নির্বাচনে পুনরায় রুশনারা আলী বিপুল ভোট পেয়ে নির্বাচিত হন। সে সময় রুশনারা আলী শতকরা ৬১ ভাগ ভোট পান। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টোরি পার্টির ম্যাট স্মিথের ভোট ছিল মাত্র শতকরা ১৫ ভাগ। ২০১৫ইং সালের নির্বাচনে রুশনারা আলীকে কোনো প্রকার প্রতিরোধের মুখোমুখি হতে হয়নি। আসন্ন ৮ই জুনের নির্বাচন রুশনারা আলীর জন্য একই ধরনের ফল বয়ে আনবে বলে মনে করেন ভোটাররা। তবে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আজমল মাসরুর উল্লেখযোগ্য বাঙালি ভোট পাবেন বলে মনে করলেও বাস্তবে তা হবে না মনে করেন বিশ্লেষকরা। কেননা ২০১৫ইং সালে রুশনারা আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমল মাসরুর একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন। তবে প্রথম বাঙালি এমপি এবং দু’দুবার নির্বাচিত হওয়ার কারণে নির্বাচনী মাঠে রুশনারা আলীর অবস্থান খুবই শক্ত। টেলিভিশনে তার উপস্থিতি, পার্লামেন্টে বাজেট এবং হিজাব নিয়ে দেয়া তার বক্তব্য মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। ওই এলাকার ভোটার ফরিদ এ রেজা তার ফেসবুক অঅইডিতে লিখেছেন, আমরা এমন এমপি চাই যিনি বৃটেনে বসবাসরত বাঙালি কমিউনিটির সঙ্গে চলাফেরা করেন। যার মধ্যে কমিউনিটির অধিকার আদায়ের যোগ্যতা এবং দক্ষতা রয়েছে। আমরা এমন প্রার্থী বাছাই করবো যিনি আমাদের কথা পার্লামেন্টে বলিষ্ঠ ভাবে তুলে ধরতে পারবেন। আমরা এমন একজন এমপি চাই যার ব্যাপারে আমরা গর্ব করতে পারবো। উল্লেখ্য, রুশনারা আলী বাংলাদেশের সিলেটের বিশ্বনাথ উপজেলায় ১৪ই মার্চ ১৯৭৫ইং সালে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র ৭ বছর বয়সে পরিবারের সঙ্গে লন্ডনে চলে যান। তিনি মালবেরি গার্লস স্কুল এবং টাওয়ার হেলমেট কলেজ থেকে তার প্রাথমিক ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ালেখা শেষ করেন। পরবর্তীতে বিশ্বখ্যাত অক্সফোর্ড ইউভার্সিটির সেন্ট জন’স কলেজ থেকে যুক্তিবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতিতে উচ্চশিক্ষা লাভ করেন। লেবার লিডারশিপ নির্বাচনে যে ৩৬ জন এমপি জেরেমি করবিনকে সমর্থন করেছিলেন রুশনারা আলী তাদের মধ্যে অন্যতম ছিলেন। রুশনারা আলী প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে বৃটিশ সংসদে প্রথম এমপি নির্বাচিত হন। আবারো তিনি এমপি নির্বাচিত হয়ে চমক দেখাবেন বলে আশা করছেন তার এলাকার ভোটাররা।


     এই বিভাগের আরো খবর