,

বাহুবলে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্মেলন প্রতিরোধে ৩ ইউনিয়ন কমিটি বিক্ষোভ করবে কাল : সম্মেলন সফল করতে জোর প্রস্তুতি আয়োজকদের

জসিম উদ্দিন ॥ আগামী ৯ জুন বাহুবল উপজেলা পরিষদ হলে কাউন্সিল সম্মেলনের আয়োজন করছে উপজেলা আহবায়ক কমিটি। ওই সম্মেলন গত ২রা জুন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সংগঠনের অভ্যন্তরিন অনিয়ম ও কোন্দলের কারণে সম্মেলন পিছিয়ে ৯ জুন ধার্য্য করা হয়। এবারের ৯ জুনের সম্মেলনও সফলতার পথে বাধা হতে পারে। এর মূল কারণ হচ্ছে ৩ ইউনিয়ন পুটিজুরী, সাতকাপন ও মিরপুর ইউনিয়ন কমিটিকে অনুমোদন দেয়া হয়নি। ফলে পরিস্থিতি ঘোলাটে হতে থাকে। আবার সমস্যা আরো দানা বেধে উঠে গত ২৬ মে উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব অভিজিৎ ভট্টাচার্য্যকে বিধিবহির্ভূত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন কমিটির কয়েকজন মিলে। এ অব্যাহতিকে অবৈধ বলে আখ্যায়িত করেন সংগঠনের সিংহভাগ নেতৃবৃন্দ। অভিজিতকে অব্যাহতির পর পরই জেলা কমিটির দেয়া তালিকার বাইরে নিশিকান্ত গোপকে পরবর্তী সদস্য সচিব করা হয়। ইহা জেলা কমিটির অনুমোদনের আগেই নিশিকান্ত গোপ স্বারিত ৯ জুনের সম্মেলনের আমন্ত্রণপত্র বিতরণ করছেন। ফলে ইহা অবৈধ বলেই সিংহভাগ নেতাকর্মীরা অংশ নিচ্ছেন না বরং উল্টো প্রতিবাদ জানাচ্ছেন। এ ব্যাপারে সাতকাপন ইউনিয়ন কমিটি গতকাল সন্ধায় বাহুবলে খুকুমনি দেবনাথের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মাঝে অংশ নেন অমল ভট্টাচার্য, অসীম আচার্য্য, সুভেন্দু শীল, গনেশ দেব সহ আরো অনেক। সভায় ৯ জুন বাহুবল বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানাবে তারা। পুটিজুরী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় পাল বলেন, আমাদের কমিটি অনুমোদন দেয়া হয়নি। সুতরাং আমরা এর প্রতিবাদী। মিরপুর ইউনিয়ন কমিটির সভাপতি নিখিল সাহার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নিহার রঞ্জন দেব আগামী নির্বাচনে হেরে যাবার ভয়ে আমাদের কমিটিকে অনুমোদন দেননি। বিষয়টি জেলা কমিটিকে জানালে তারা বিষয়টি সুরাহা করেননি। ফলে আমরা কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি। কেন্দ্রীয় কমিটির সাথে আমরা আজ বৃহস্পতিবার আমরা দেখা করে সব উপস্থাপন করবো। ৯ জুনের সম্মেলনে আমরা কোন অবস্থায়ই অংশ নেব না এবং প্রতিবাদ করব। অপরদিকে আহবায়ক নিহার রঞ্জন দেব আজকের সম্মেলনে অংশ নিতে সকল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর