,

আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামীলীগ গণমানুষের দল। এ দল ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে জীবিকা নির্বাহ করতে পারে। আর বিএনপি-জামায়াত জঙ্গি-সন্ত্রাসবাদের জন্ম দিয়ে দেশে জ্বালাও-পুড়াও রাজনীতি করে। তাই সাধারণ জনগণ বিএনপিকে বিশ্বাস করে না। গতকাল শুক্রবার শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আর তাঁর সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনার জন্ম না হলে এ দেশ ডিজিটাল হতো না। শায়েস্থাগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র ছালেক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়মী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর সৈকত, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ছোলায়মান মিয়া, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, শায়েস্থাগঞ্জ পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী সফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, ইউপি চেয়ারম্যান বুলবুল খান, সদর উপজেলা যুবলীগ সভাপতি ফজর উদ্দিন তালুকদার, নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য সচিব ইছাক আলী সেবন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সামাদ মেম্বার, কাউন্সিলর খায়রুল আলম, গফুর মিয়া, জিতু আহমেদ মাখন প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে অংশ নেন সংসদ সদস্যের পুত্র ইফাত জামিল। পৌর আওয়ামী লীগের মাসুদুজ্জামান মাসুদের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের আহবায়ক মাসুক আহমেদ, যুগ্ম আহবায়ক নাজমুল হুদা তৌহিদ, প্রসেনজিত দেব, সাইদুর রহমান জিবন, ইমদাদুল ইসলাম শিতল, সাবাজ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজীউর রহমান ইমরান, সেক্রেটারি ফখরুল হামিদ, কলেজ ছাত্রলীগের জয়নাল সরদার, হাবিবুর রহমান বিলাল, সাইফুল ইসলাম সোহাগ, পৌর যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত, যুগ্ম সম্পাদক রিপন, জুনায়েদ তালুকদার, মিজানুর রহমান, সাংগঠনিক জাহেদ মিয়া, করিম হোসেন সেলিম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিতার আহমেদ, পৌর মহিলা আওয়ামী লীগের আহবায়ক সাবেরা সুলতানা হ্যাপি, যুগ্ম আহবায়ক আছমা আব্দুলাহ, নুসরাত ফাতেমা রিমা প্রমুখ। এছাড়াও ইফতার মাহফিলে দলমত নির্বিশেষে সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এর পূর্বে সংসদ সদস্য ৩ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে শায়েস্থাগঞ্জে ২২০০ মেট্রিক টন সারের গুদাম নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এ সময় বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী আজিজুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একইদিন তিনি বিরামচর জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন এবং মসজিদের উন্নয়নে ২ দফায় ৫ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন।


     এই বিভাগের আরো খবর