,

নবীগঞ্জে দিন দুপুরে নোহা কম্পিউটারে দুঃসাহসিক চুরি

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ শহরের মরিয়ম সুপার মার্কেটের নোহা কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট দোকানে আবারো দিন দুপুরে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে সাটারের তালা ভেঙ্গে কম্পিউটার ও তার সরঞ্জাম নিয়ে যায় চোর। উক্ত প্রতিষ্ঠানটির মালিক পূর্ব তিমিরপুর গ্রামের বাসিন্দা দৈনিক সংগ্রামের নবীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শওকত আলী। এ ঘটনায় ব্যবসায়ী ও সচেতন মহলে প্রশ্ন জেগেছে এ কেমন চুরি? গত ৫/৬ মাস পূর্বেও তালাবদ্ধ দোকান থেকে কম্পিউটার উধাও হয়েছিল। অনেকের ধারনা নকল চাবি তৈরি করে চোর এ কাজ করেছিল। তবে এবার দিন দুপুরে তালা ভেঙ্গে এমন চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, নবীগঞ্জ শহরের মরিয়ম সুপার মার্কেটে প্রায় ১২/১৪টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রথমেই বিশ্ব সংবাদ পত্র বিতান। এর পাশেই নোহা কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট। সাংবাদিক মোহাম্মদ শওকত আলীর মালীকানাধীন উক্ত নোহা কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট এ দীর্ঘদিন যাবৎ রেনেসা অফসেট প্রেস এর সকল পোস্টার, লিফলেটের ডিজাইনসহ ই-মেইল, কম্পোজসহ যাবতীয় সকল কাজ করে আসছিলেন। অন্যান্য দিনের মতো শওকত আলী যোহরের আযানের পর নামাজে চলে যান। এ সময় শুধু পার্শ্বের সন্টু শুক্ল বৈদ্ধ নামের এক লোকের লন্ডির দোকান খোলা ছিল। সন্টু বাবু দোকানেও ছিলেন। নামাজ শেষে শওকত ও আরো কয়েক জন দোকানে ফিরে আসেন। এসে দেখেন দোকানের তালা ভাঙ্গা। যা দেখে তারা অবাক হয়ে যান। ভিতরে প্রবেশ করে দেখে সব কিছু ঠিকটাক, শুধু কম্পিউটার নেই। লেমেনেটিং মিশিন, ফটোস্ট্যাট মেশিন, প্রিন্টারসহ নগদ টাকা পয়সা সবই ঠিকঠাক আছে। নেই শুধু মনিটর, সিপিইউ, মাউজ আর কি-বোর্ড। দিন দুপুরে কিভাবে এ চুরি সংঘঠিত হলো এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেরই ধারণা করছেন মাস্টার প্লান করে চুরি করা হয়েছে। কারণ শওকত আলীর কম্পিউটারের গুরুত্বপূর্ণ অনেক ডকুমেন্ট ছিল। সাংবাদিক শওকত নামাজে থাকার সময় এক লোক তাকে খোঁজে এসেছিল, এসময় ওই লোক সন্টু বাবুর লন্ডির দোকানে ২/৩ জন লোককে দেখতে পান বলে জানান। যদিও সন্টু বাবু অস্পষ্ট কথা বার্তা বলছেন। সন্টুর নানা কথা বার্তায়ও সন্দেহ হচ্ছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়রা জানিয়েছেন বিদ্যুৎ না থাকায় চুর চক্র সুযোগ কাজে লাগিয়েছে। এদিকে, এর আগেও একি কায়দায় চুরি হয়েছিল ওই প্রতিষ্টান। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তিনি আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রতিষ্ঠানের মালিক।


     এই বিভাগের আরো খবর