,

বাহুবলে রেল লাইন থেকে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার : হত্যাকান্ড জড়িত সন্দেহে এক যুবক আটক

সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল থেকে ॥ বাহুবলে রেলপথ থেকে দুবাই প্রবাসীর স্ত্রী হেলেনা আক্তার (২৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার কিলবামৈ গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী শামীম মিয়ার স্ত্রী। গত সোমবার দুপুরে ঢাকা-সিলেট রেলপথের বাহুবলের রশিদপুর স্টেশনের হোম আউটারের রেলপথ থেকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ এ নারীর লাশ উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের পাশের বাড়ির এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। নিহত গৃহবধূ ৩ সস্তানের জননী। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টার দিকে শামীম মিয়ার স্ত্রী হেলেনার মোবাইল ফোনে একটি কল আসলে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েন হেলেনা। পরে রাস্তায় দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশার কাছে গেলে কে বা কারা জোর করে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। এসময় তার মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া হিমু দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে গৃহবধূর মোবাইল ফোন বন্ধ পেয়ে তার বাবার বাড়িতে খবর দেয়া হয়। অনেক খোঁজাখুঁজির পর সকাল ৮টার দিকে উপজেলার রশিদপুর রেলস্টেশনের পশ্চিম আউটার সিগনালের কাছে রেললাইনের উপর তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠায়। এলাকাবাসী হত্যাকান্ড জড়িত সন্দেহে একই গ্রামের ছিদ্দিক আলীর ছেলে ইউসুফ আলীকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিশ্বজিৎ দেব জানান, মৃত্যুর সঠিক কারণ, ময়না তদন্তের রিপোর্ট ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আটক যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। রাত ১০ টায় পর্যন্ত নিহতের পক্ষ থেকে কোন মামলা করা হয়নি। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাপস কুমার বড়–য়া জানান, এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


     এই বিভাগের আরো খবর