,

নবীগঞ্জে পুলিশের ওপেনহাউস ডে অনুষ্ঠিত

জসিম তালুকদার ॥ নবীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ভুক্তভোগীদের নিয়ে ভিন্নভাবে গতকাল বুধবার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক মোঃ জিয়াউর রহমান জিয়া’র সঞ্চালনায় নবীগঞ্জ থানা কমপ্লেক্সে আয়োজিত এ ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জ অফিসের পুলিশ সুপার নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান রাসেল। বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর এটি.এম সালাম ও সুন্দর আলী, ইউপি সদস্য আবুল কাশেম, উমেদ আলী, আছাব মিয়া, নজরুল ইসলাম, ভুট্রু মিয়া, দিপ্তেন্দু দাশ বিধু প্রমুখ। বিভিন্ন মামলার বাদি বিবাদীদের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষীপুরের রুকিয়া বেগম, মাসুক বিবি, আমড়াখাইর গ্রামের ইসলাম উদ্দিন, লালাপুরের চম্পা চৌধুরী, কানাইপুরের জয়তুন্নেছা বেগম, কর্শির আব্দুল ছামেদ, দাশের কোনার কামাল আহমেদ, আদিত্যপুরের সুভাষ রায়, কায়স্থগ্রামের পিরোজ মিয়া প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন এলাকার বিভিন্ন মামলার বাদি, বিবাদী ও সাক্ষীরা উপ¯ি’ত ছিলেন। অনুষ্ঠানে এলাকার স্থানীয় ইউপি সদস্য ও সাংবাদিক নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন দিক সম্পর্কে পুলিশের সাথে মত বিনিময় করেন। সিলেট রেঞ্জ এর পুলিশ সুপার নুরুল ইসলাম বলেন এলাকার যে কোন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে ও অপরাধীদের পুলিশের আওতায় এনে তাদের কে কর্তব্যেকাজে সাহায্য সহযোগীতা করার জন্যে এছাড়া বর্তমানে নবীগঞ্জে গত ১ মাসে কয়েকটি খুনের ঘটনা উল্লেখ করে তিনি বলেন গত ১৪ মে নবীগঞ্জের বাউসা ইউনিয়নের কামিরাই গ্রামে ছেলে কর্তৃক মায়ের গলকাটা লাশ, ২৯ মে করগাঁও ইউনিয়নের সর্দারপুর গ্রামে পিতার হাতে পুত্রের নিশংস খুন, ৪ জুন আদিত্যপুরে আদিপত্য বিস্তার নিয়ে নবীগঞ্জ সদর ইউনিয়নে যুবক খুন, এরকম অপরাধ গুলো হচ্ছে বেশির ভাগ এলাকায় শিক্ষার হার কম হওয়ার কারনে। এলাকার সচেতন মহলের প্রতি যে কোন ধরনের অপরাধী তার অপরাধ সংঘঠিত করার পুর্বে তাদের যে কেউ বিষয়টি পুলিশ কে জানানোর জন্যে বলেন। এবং ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে বর্তমান নবীগঞ্জ শহরের রাজাবাদ পয়েন্ট সংলগ্ন সি.এ.জি স্টেন্ডে জোয়া খেলার বিষয়টি উপস্থাপন করেন। কানাইপুর গ্রামের সবুর আলী খুনের সাথে জরিতদের গ্রেপ্তারসহ এলাকায় জাতে জোয়া, মাধকসহ যে কোন ধরনের অপরাধ অপরাধীরা যাতে না করতে পারে সে দিকে নজর রাখার জন্যে সচেতন মহলে সু-দৃষ্টি কামনা করেন। নবীগঞ্জ রুদ্রগ্রামে রোডে বর্তমানে মদ, জোয়া, মাধক, ডাকাতিসহ বিভিন্ন প্রকার অপরাধ যাতে অপরাধরা না করতে পারে সে জন্যে পুলিশের রাত্রী টহল জোরদার করার দাবী জানান এলাকাবাসী। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন থানা মসজিদের ইমাম মাওলানা শফিকুর রহমান, গীতা পাঠ করেন এস আই সুজিত চক্রবর্ত্তী।


     এই বিভাগের আরো খবর